Header Ads

ad728
  • Breaking News

    একটি হিন্দু সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে কোরবানী দিলে কোরবানী শুদ্ধ হবে কি ??


    বিদ্যানন্দ ফাউন্ডেশন নামক একটা সংস্থা চালাচ্ছে, কিশোর কুমার দাস আর শিপ্রা দাস নামক দুই ভাই বোন। নিরাভিষভোজি বৈষ্ণব হিন্দু, মন্দিরে মন্দিরে কীর্তনও শুনে নিয়মিত। 
    (http://bit.ly/2wargTChttp://bit.ly/2iBuw5S,http://archive.is/aTxBq)
    কিশোর কুমার দাস মুসলমানদের কোরবানী ঈদের জন্য গরু সংগ্রহ করছে, সেগুলো নাকি বন্যা পীড়িত এলাকায় বিলি করবে। ইতিমধ্যে মুসলমানরা তাকে ৩১টি গরু-খাসী কোরবানির জন্য দিয়েছে। গত বছরও কোরবানির জন্য মুসলমানদের থেকে টাকা নিয়েছিলো তারা।
    (http://archive.is/D7PnW)
    কিশোর কুমার দাস পেরুতে একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছে হেড অব মার্কেটিং হিসেবে। খুব ভালো করে জানে কিভাবে প্রচার-প্রসার করে দাতা গোষ্ঠীর চোখে পড়তে হয়। `১ টাকায় খাবার’, ‘বিনামূল্যে ইফতারি বিলি’ প্রজেক্ট নামিয়ে তারপর সেটা বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ করে পাবলিসিটি করেছে।
    ইতিমধ্যে এতিমখানা বানানোর জন্য কক্সবাজারের রামুতে ১৮ শতক যায়গা পেয়েছে। যদিও বলা হচ্ছে এতিমখানা, কিন্তু বাস্তবে সেটা উপজাতি গোষ্ঠীর অনাথালয়। কিছুদিন আগে একটা ক্যাডেট কলেজ থেকে ২ লক্ষ ৯৫ হাজার টাকা এসেছে। চাটার্ড একাউন্টেন্টদের সংগঠন থেকে দেয়া হয়েছে ৩ লক্ষ টাকা। (http://archive.is/aEltg)

    যাগগে, এগুলো কোনটাইতে আমার সমস্যা নাই। তবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিজ্ঞদের কাছে আমার প্রশ্ন-
    ১) একজন হিন্দু কি গরু জবাই করতে পারে ? ধর্মশাস্ত্র কি এর অনুমতি দেয় ? কোরবানির গরু জবাইকে কি আমরা সার্বজনিন উৎসব বলতে পারবো ? হিন্দু-মুসলিম এক হয়ে গরু জবাই করতে পারবো ? হিন্দু বিজ্ঞরা কি বলেন ?

    ২) কোরবানীর গরু-ছাগল কি একজন হিন্দুর তত্ত্বাবধানে দেয়া যায় ? মানে- একজন হিন্দুকে টাকা দিয়ে বললাম- ‘আমার কোরবানি দিয়ে দাও।’ এক্ষেত্রে কি কোরবানী হবে ? কোরবানীর ক্ষেত্রে মুসলিম হওয়ার কি কোন বাধ্যবাধকতা আছে?
    আশাকরি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের বিজ্ঞরা উত্তর দেবেন।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728