Header Ads

ad728
  • Breaking News

    রোহিঙ্গাদের দেখে আজকে বাংলাদেশীদেরও শেখার আছে।


    ​প্রথমেই ভিডিওটি দেবার জন্য সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।
    কাউকে আঘাত করার উদ্দেশ্যে এ ভিডিওটি দেয়া নয়।
    উদ্দেশ্য শিক্ষা গ্রহণ করা।
    ভিডিওটি ২ বছর আগে একটি রোহিঙ্গা বিয়েবাড়ি থেকে তোলা।
    বিয়ে বাড়ি গান বাজিয়ে রোহিঙ্গা নারীরা নাচতেছে।
    অনেকে হয়ত বলবেন- এখানে দোষের কি হলো ?
    হয়ত বলবেন- বাংলাদেশে এর থেকে কত বেশি হয়।
    সত্যি বলতে এই মহিলাগুলোকে দেখে আমার খুব কষ্ট লেগেছে
    আমি ভাবছি, এরাই হয়ত এখন দেশ ছাড়া,
    এদের স্বামী-বাবা-ভাইদের জবাই করে হত্যা করেছে সেনারা
    এসব নারীদের করেছে ধর্ষণ
    বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।
    কোন মতে আদরের সন্তানটাকে কোলে তুলে পাড়ি দিয়েছে বঙ্গপোসাগরে।
    হয়ত আশ্রয় পেয়েছে কুতুপালংয়ের কোন্ আশ্রয় শিবিরে।
    হয়ত শরীরে বাসা বেধেছে ভয়ঙ্কর কোন অসুখ
    পেটে ক্ষুধা নিয়ে সামান্য একটু ত্রাণের জন্য এরাই ট্রাকের পেছনে দৌড়াচ্ছে ।
    গত কয়েকদিন রোহিঙ্গাদের সম্পর্কে খোজ খবর নিতে গিয়ে বুঝলাম
    রোহিঙ্গা খুব সংস্কৃতি প্রিয় জাতি।
    রোহিঙ্গাদের মধ্যে অনেক কবি-সাহিত্যিক-গায়কের জন্ম হয়েছে।
    এরা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করতে খুব পছন্দ করে।
    আমি চিন্তা করেছি-
    আচ্ছা ! রোহিঙ্গারা এসব নাচ-গানের পেছনে যতটুকু সময় ও মন মস্তিষ্ক ব্যয় করেছে, তারা নিজেদের স্বাধীন করার জন্য কি ততটুকু সময় ও মনমস্তিষ্ক ব্যয় করেছে ? আমার মনে হয় না। রোহিঙ্গারা বৌদ্ধদের দ্বারা নির্যাতিত হচ্ছে প্রায় ৩০০ বছর ধরে। এরমধ্যে বহুবার তারা সুযোগ পেয়েছে । কিন্তু সে সময় নেতারা সেজেছে অসাম্প্রদায়িক, আর সাধারণ জনগণ চুপ থেকে তাদের সায় দিয়েছে। মেতে গেছে নাচ-গানে।
    রোহিঙ্গাদের দেখে আজকে বাংলাদেশীদেরও শেখার আছে। প্রিভেনশন ইজ বেটার দ্যন কিউর। আজকে যেসব বাংলাদেশী নাচ-গান-খেলাধূলা আর মোজমাস্তিতে ব্যস্ত, কালকে যদি আপনাদেরও রোহিঙ্গাদের মত অবস্থা হয়, তখন কি করবেন ? কষ্ট করে এখনই ঠিক করে রাখুন।

    ------------------------------------------------------------------

    --আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ফেসবুক ব্যাকআপ পেইজ-  Noyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)

    1 comment:

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728