সিআইএ যেভাবে আরব বসন্ত নাম দিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছিলো, বাংলাদেশেও তা করতে যাচ্ছে
আরব বসন্তের পূর্বে এই ধরনের দেয়াল আর্ট মিশরের রাস্তায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিলো। এসব আর্টকে বলা নয়- রেভুলেশনারি গ্রাফিতি। এসব আর্ট দেখে সাধারণ মানুষ নানান কিছু বুঝলেও নির্দ্দিষ্ট গোষ্ঠীকে এর মাধ্যমে নির্দ্দিষ্ট মেসেজ দেয়া হয়।
সম্প্রতি ঢাকার রাস্তা ‘সুবোধ তুই পালিয়ে যা’ নাম দিয়ে নানান আর্ট ছড়িয়ে পড়েছে, যা আরব বসন্তের সময় কায়রোর রাস্তার গ্রাফিতির সাথে মিলে যায়।
সাধারণত এই ধরনের গ্রাফিতিগুলো সিআইএ’র প্রজেক্ট। যদিও আরব বসন্ত সিআইএ শুরু করলেও পরবর্তীতে তা ইখওয়ান ছিনতাই করার চেষ্টা করে। যার খেসারত অবশ্য মুরসি ও তার সমর্থকগোষ্ঠীকে পরবর্তীতে দিতে হয়।
যাই হোক,
এই আর্ট দিয়ে এতটুকু মেসেজ অনুধাবন করা যায়,
সিআইএ যেভাবে আরব বসন্ত নাম দিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছিলো,
খুব শিঘ্রই হয়ত বাংলাদেশেও তারা সেরকম করতে যাচ্ছে।
এই আর্ট দিয়ে এতটুকু মেসেজ অনুধাবন করা যায়,
সিআইএ যেভাবে আরব বসন্ত নাম দিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছিলো,
খুব শিঘ্রই হয়ত বাংলাদেশেও তারা সেরকম করতে যাচ্ছে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments