Header Ads

ad728
  • Breaking News

    রংপুরের ঘটনাটির সাথে সিআইএ ও ইহুদীবাদীদের যোগসূত্র আবার প্রমাণ হলো


    আমি অনেক আগেই বলেছিলাম-
    রংপুরের ঘটনাটির সাথে সিআইএ ও ইহুদীবাদীদের একটা যোগসূত্র আছে এবং বলেছিলাম, এটা তাদের মাস্টারপ্ল্যানের অংশ।
    যাই হোক, আজকে শুনলাম- টিটু রায়ের পক্ষে নাকি কয়েকটি সংগঠন আইনী সহায়তা দিতে এগিয়ে এসেছে, এরা হলো-
    ঘাতক দালাল নির্মূল কমিটি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাতজন এবং বাংলাদেশ লিগ্যাল এইড ফর সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। (http://bit.ly/2B6Qenv)
    অন্য সংগঠনগুলোর সম্পর্কে কিছু বলবো না, আমি শুধু শেষেরটা মানে বাংলাদেশ লিগ্যাল এইড ফর সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশে ব্লাস্ট এর কর্নধার হচ্ছে ড. কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, যে ডেভিড বার্গম্যান নামক এক ইহুদীকে বিয়ে করেছে।
    ‘ব্লাস্ট’ নামক এই আইনী সংগঠনটি কি কি ইস্যুতে কাজ করে ?
    ১) পতিতাদের স্বীকৃতির জন্য এরা আইনীভাবে কাজ করে।
    ২) সমকামী ও হিজরাদের স্বীকৃতির জন্য এরা আইনীভাবে কাজ করে।
    ৩) নাস্তিকরা গ্রেফতার হলে এরা বিনামূল্যে আইনী সহায়তা দেয়। নাস্তিক আসিফ মহিউদ্দিন গ্রেফতার হলে ব্লাস্ট তার পক্ষে কাজ করেছিলো।
    ৪) পার্বত্য উপজাতিদের সব ধরনের আইনী সহায়তা দেয়।
    ৫) শ্রমিক আন্দোলনের মাধ্যমে গার্মেন্টসে অরাজকতা সৃষ্টির কারণে যে সব শ্রমিক গ্রেফতার হয় তাদের পক্ষে কাজ করে।
    উপরে যে প্রজেক্টগুলো দেখছেন তার সবগুলো হচ্ছে সিআইএ’র প্রজেক্ট। ব্লাস্ট উগ্রহিন্দু টিটু রায়ের ক্ষেত্রে নিয়োগ হয়ে এটাই প্রমাণিত হলো- বর্তমানে উগ্রহিন্দুদের পেছন থেকে কলকাঠি নাড়ছে সিআইএ তথা ইহুদীবাদীরা। সুতরাং বাংলাদেশীরা হিন্দুদের সম্পর্কে সতর্ক ও সাবধান হও।

    ========================================
    আমার ফেসবুকের মূল পেইজ- Noyon chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5)
    পেইজ কোড- 249163178818686
    -----------------------------------------------------------------------
    আমার ফেসবুকের ব্যাকআপ পেইজNoyon Chatterjee 6
    (https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
    -----------------------------------------------------------------------

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728