সবকিছুই হিন্দুদের ছিলো, আর বাকি সবাই হাওয়ায় ভেসে আসছে
কিছু হিন্দু হঠাৎ করে দাবি শুরু করেছে রমনা পার্ক নাকি রমনা কালী মন্দিদের যায়গায় নির্মিত। তাই রমনা পার্ককে হিন্দুদের কাছে ফেরত দেয়া হোক। যেসব হিন্দু এ ধরনের আজগুবি দাবি করছে, তাদের জন্য এ লেখা। আজ থেকে ৯ বছর আগে ২০০৮ সালে হিন্দুদের একটি ওয়েবসাইটের লেখা- “শ্রী শ্রী রমনা কালী মন্দিরের ইতিকথা(সংক্ষিপ্ত), লিখেছে:
এ্যাডভোকেট অশোক কুমার ঘোষ” লেখাটি সবাই পড়ুন। (https://goo.gl/1Uc163, http://archive.is/z269a)
এ্যাডভোকেট অশোক কুমার ঘোষ” লেখাটি সবাই পড়ুন। (https://goo.gl/1Uc163, http://archive.is/z269a)
লেখাটিতে হিন্দুরাই দাবি করছে- এ যায়গার মূল মালিক মুসলমানরাই এবং মুসলমানদেরসহযোগীতায় মুসলমানদের দেয়া যায়গায় তারা রমনা কালী মন্দিরটি নির্মাণ করে।
তবে এ লেখাটিতে শুধু রমনাকালী মন্দিরের আদি ইতিহাস (মোঘল আমলে) লেখা আছে, কিন্তু মন্দিরের পাশে ১৯২৬ সালে নির্মিত ‘আনন্দময়ী আশ্রম’ এর ইতিহাস দেয়া নাই। ইতিমধ্যে হিন্দুদের মধ্যে একটি দল বলা শুরু করেছে, পুরো রমনা পার্কের মালিক নাকি ছিলো এই আনন্দময়ী নামক মহিলাটা। অথচ উইকিপিডিয়া (http://bit.ly/2zes4cz) বলছে, আনন্দময়ী নামক মহিলাটি রমনা এলাকায় নবাবের বাগান কর্মচারি রমণীমোহন চক্রবর্তী‘র স্ত্রী। একজন সামান্য কর্মচারি স্ত্রী মুসলমানদের যায়গায় মুসলমানদের দয়া-দাখিন্যে এক আশ্রম নির্মাণ করেছিলো, কিন্তু বর্তমান হিন্দুরা পুরো ইতিহাস বিকৃত করে বলছে, পুরো রমনা পার্কের মালিক-ই নাকি ছিলো ঐ হিন্দু নারীটি।
আসলে হিন্দুরা এভাবে অযাচিত দাবি করেই পৃথিবীতে বেচে থাকে। বাবরী মসজিদ হিন্দুদের ছিলো, তাজমহল হিন্দুদের ছিলো, মক্কার কাবা ঘর হিন্দুদের ছিলো, কুতুব মিনার হিন্দুদের ছিলো। এরকম সবকিছুই হিন্দুদের ছিলো, আর বাকি সবাই হাওয়ায় ভেসে আসছে।
------------------------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
No comments