‘গণতন্ত্র’ পদ্ধতিটা যে ভুল, প্রথম আলোর এই অনলাইন ভোট তার প্রমাণ।
গার্মেন্টস শ্রমিকদের মজুরী ১৬ হাজার টাকা করার দাবির পক্ষে বলেছে ৮০% শতাংশ মানুষ ।
এবং বিপক্ষে বলেছে মাত্র ২০% শতাংশ মানুষ।
মূলত: পোষাক শিল্পে বাংলাদেশ এত এত অর্ডার পাওয়ার মূল কারণ কম শ্রমিক মজুরী।
সেই শ্রমিক মজুরী যদি বাড়িয়ে দেয়া যায়, তবে অটোমেটিক এ শিল্প ধসিয়ে দেয়া সম্ভব।
শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা দেয়া যাবে, কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প লাটে উঠবে। তখন সকল শ্রমিকই বেকার হয়ে যাবে।
একটা কৌশল হচ্ছে- কারো অধিক পক্ষে বলে তার ক্ষতি করা। যারা গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকার করার পক্ষে প্রচারণা চালাচ্ছে, আদতে তারা যে গামেন্টস শ্রমিকদের খারাপ চায়, এটাই বুঝতে পারছে না গার্মেন্টস শ্রমিকরা ও অধিকাংশ সাধারণ মানুষ। প্রথম আলোর অনলাইন ভোটের রেজাল্টই তার প্রমাণ।
আসলে যারা গণতন্ত্র সিস্টেমটা বের করেছে, তারা সাধারণ মানুষকে কৌশলে ধোকা দিয়েছে।
‘ক্লাস-১ পাশ করার মানুষ, আর মাস্টার্স পাশ করা মানুষ, দুইজনকে সমান করে দিয়েছে।
মেধা’কে অস্বীকার করছে। অথচ দুইজনের মন-মানসিকতা বা বোঝার ক্ষমতা কখনই এক হবে না।
কিন্তু দুজনের মতকে সমান করে, কোয়ালিটি ও কোয়ানটিটির মধ্যে দ্বন্দ্ব ঘটিয়ে দিয়েছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য এত সহজ সিস্টেম আর থাকতে পারে না।
মুসলমানরা যতদিন গণতন্ত্র নামক এ পদ্ধতিটা বর্জন করতে না পারবে, ততদিন তারা উন্নতি করতে পারবে না।
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
Exactly
ReplyDelete