Header Ads

ad728
  • Breaking News

    নীলয় নীল হত্যাকান্ড এবং আশামনির ভূমিকা

    আমি আগেই বলেছিলাম.
    নীলয় নীল হত্যাকাণ্ডে নীলয়ের স্ত্রী আশামনির ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এটা আগে শুধু আমার আশঙ্কা ছিলো, কিন্তু এখন একই ধরনের কথা বলছে নিলয়ের পরিবারের লোকজন (খবর সূত্র: http://goo.gl/aQr2mV)
    একটা কথা জানা জরুরী,
    শুধু নাস্তিক্যবাদী ইস্যু নিয়ে যদি নিলয় খুন হতো, তবে আশামনিরও খুন হওয়ার কথা ছিলো। কারণ, আক্রমণকারীদের চোখে আশামনিও নাস্তিক হওয়ার কথা। কেননা-
    ) আশামনি নিজেও ছিলো বাম মতাদর্শের যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য
    ) আশামনি নিজেও ছিলো গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় সদস্য
    নিলয় খুন হলো, অথচ তার নাস্তিক স্ত্রী আশামনির গায়ে একটা আচড়ও পড়লো না !! সত্যিই অাশ্চর্যজনক !
    আরেকটি বিষয় ধরিয়ে দিচ্ছি, মিডিয়াতে প্রথম থেকে নিলয়ের বয়স নিয়ে লুকোচুরি করা হচ্ছে। সব মিডিয়াতে বলা হচ্ছে তার বয়স নাকি ৪০ কিন্তু তার আত্মীয়দের ভাষ্যমতে অনেক কম। কেউ কেউ বলছে ২৭ ধরলাম তার বয়ষ ২৭-৩০ কিন্তু প্রায় ১৩-১০ বছর বৃদ্ধি করে কেন প্রচার করা হলো ?? অর্থাৎ প্রাথমিক অবস্থায় আশামনি মিডিয়ার কাছে নিলয়ের বয়স নিয়ে লুকোচুরি করেছে। এটাই প্রমাণ করে তার কথার মধ্যে যথেষ্ট ঘাপলা আছে। আর ঘাপলাটার সূচনা করেছে আশামনি নিজেই দুটো বিষয় দিয়ে-
    ) সস্তা চাপ দাড়ি তত্ত্ব দিয়ে
    ) সস্তানারায়ে তাকবিরবলে কোপ দেওয়ার তত্ত্ব দিয়ে
    এখানে নীলয় নীল সম্পর্কে দুটো তথ্য দিয়ে রাখি---
    ) নীলয় নীল নিজে ছিলো নুডিস্ট (ন্যাংটোবাদী) প্রেমী। নগ্ন শরীরের মধ্যে সে শিল্প খুজে পেতো। (https://goo.gl/wyTlF9, https://goo.gl/hFiKuS, https://goo.gl/Vl8q54) তবে তার মূল ফে্টিশ ছিলো সুন্দরপাদর্শন।
    ) নীলয় নীল তার স্ত্রী উভয় ছিলো ন্যাংটো সাজুর (https://goo.gl/JoNQAN,https://www.facebook.com/vsazu) ঘনিষ্ঠজন
    তবে এটা মোটামুটি নিশ্চিত, ২৭ বছরের বিকৃতমনা নীলয়, প্রায় ৩৫ বছরের আশামানির সাথে নিম্নবিত্ত এলাকা গোড়ানে স্বল্পমূল্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে লিভ টুগেদার করতো। কারণ তার পরিবার নিলয়ের বিয়ের বিষয়টি জানতোই না (http://goo.gl/FaeQKI)
    কমেন্টে দুটো ছবি দিলাম--
    ) নীলয়ের কযেক বছর আগের ছবি
    ) ন্যাংটোবাদী গ্রুপের সাথে নীলয় তার কথিত স্ত্রীর ছবি

    সবাইকে লেখা পড়ার জন্য ধন্যবাদ

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728