Header Ads

ad728
  • Breaking News

    মুসলমানদের কুরবানী ঈদে বাধা

    ইউরোপ-আমেরিকার খ্রিস্টানদেশগুলোতে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানী করতে অনেক বাধা পোহাতে হয় দেশগুলোর সরকার নানান অজুহাতে মুসলমানদের বাধা দেয়
    যেমন বলে,-
    কোরবানী একটা নোংরা জিনিস, এতে পরিবেশ দূষন হয়। দূরে গিয়ে কোরবানী করো
    কিংবা বলে-
    তোমরা কোরবানী করতে পারবে না, আমরা যে নিয়ম দেবো নিয়মে পশু জবাই করতে হবে, তোমাদের ইসলামীয় নিয়ম চলবে না।
    আর ভারত বা নেপালের মত উগ্রবাদীরা তো ডাইরেক্ট বলে দেয়, “যে গরু জবাই করবে, তাকে আমরা জবাই করবো
    মুসলমানরা এলাকায় সংখ্যালঘু নির্যাতিত, তাই কর্তৃপক্ষ যা বলে তাই মুখ বুজে মেনে নেয়
    আমি যতটুকু জানি, বাংলাদেশের মত মুসলিম দেশগুলোতে কোরবানীর ঈদ অনেকটা উৎসবের মত। বাবা-ছেলে-মামা-চাচা সব এক সাথে হাটে যায় গরু কিনতে, এরপর গরু নিয়ে আসতে গিয়ে সবাইকে গরুর দাম বলতে বলতে মুখ ব্যথ্যা হয়ে যায়। এরপর গরুকে বাসার নিচে আটকে চলে আরেক আনন্দ। ঈদের দিনে গরু জবাই, এরপর একদিনের জন্য স্বপরিবারে কসাই বনে যাওয়া, মাংশ কাটাকুটি করা। এরপর সেটা আত্মীয় স্বজনদের বিতরণ করতে লেগে যায় দুই-চার দিন
    কিন্তু অমুসলিম দেশগুলো কোরবানীর ঈদ বলতে অনেকটা কসাইয়ের দোকান থেকে গরুর মাংশ কিনে আনার মত। টাকা নিয়ে যাবেন, কারো সাথে কন্ট্রাক্ট করবেন, সেই পশু কিনে রাখবে এবং সব কেটে-কুটে রাখবে। আপনি শুধু প্যাকেট করে মাংশ বাসায় নিয়ে আসবেন
    ইউরোপ-আমেরিকানরা সারাদিন বাক স্বাধীনতার বুলি ফোটালেও অপরের ধর্মীয় অনুসঙ্গে বাধা দেওয়া তাদের নিয়মিত কাজের অনুসঙ্গ। সেটা অবশ্য মেনে নেওয়া যায়, কারণ সেখানে মুসলিমরা তো সংখ্যালঘু ক্ষমতাহীন। কিন্তু আমি অবাক হয়েছি বাংলাদেশকে নিয়ে, সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সরকার ফলো করছে সেই ইউরোপ-আমেরিকার মিশনকেই। 
    সরকার মিডিয়া একযোগে বলছে-
    পশুর হাটের কারণে জ্যাম হচ্ছে, ওগুলো রাজধানীর বাইরে নিয়ে যাও
    দূর, কোরবাণীর কারণে পরিবেশ দূষণ হয়, ময়লা আর দুর্গণ্ধ ছড়ায়, এগুলো বাইরে পাঠাও
    জবাই এভাবে করা যাবে না, আমরা যেভাবে বলবো, সেভাইবে করতে হবে।
    আমি সংখ্যালঘু নির্যাতিতদের পক্ষেই বেশি লিখি। আর বাংলাদেশে মুসলমানদের অবস্থা দেখলে আমার সংখ্যা সংখ্যাগুরু মনে হয় না, মনে হয় তারা বোধহয় সংখ্যালঘু। তাই তাদের পক্ষেই লিখি। এবার বাংলাদেশ সরকার যে নিয়ম করেছে তাতে বাংলাদেশের সংখ্যালঘু মুসলমানদের কসাইয়ের দোকান থেকেই মাংশ কিনে আনার মত ঈদ হবে
    সবাইকে লেখা পড়ার জন্য ধন্যবাদ

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728