ব্লগারদের হুমকি ও আমার কিছু কথা
আজকাল মিডিয়ার চোখ রাখলে কিছু খবর দেখি-
“অমুক ব্লগারকে হত্যার হুমকি, তমুক ব্লগার হত্যার হুমকি”।
“অমুক ব্লগারকে হত্যার হুমকি, তমুক ব্লগার হত্যার হুমকি”।
সত্যি কথা বলতে, কোন ব্লগারকে হত্যার হুমকি নিয়ে যদি নিউজ করতে হয়, তবে
‘ব্লগার নয়ন চ্যাটার্জি’র নাম আগে আসা দরকার। প্রতিদিন ইনবক্সে প্রায় ডজন খানেক হত্যার হুমকি জমা পড়ে। কেউ ইনিয়ে বিনিয়ে, কেউ খুচিয়ে খুচিয়ে হত্যার হুমকি দেয়। কেউ দেয় ইউরোপ থেকে, কেউ আমেরিকা থেকে, কেউবা ভারত থেকে। হুমকিদাতা প্রায় সবাই ফান্ডামেন্টাল অ্যাথিস্ট কিংবা বিজেপি সদস্য। কিন্তু তাই বলে, কোন পরিচিত সাংবাদিককে অনুরোধ করে সেটা মিডিয়ায় আনার মত আদিখ্যেতা কিন্তু নেই।
‘ব্লগার নয়ন চ্যাটার্জি’র নাম আগে আসা দরকার। প্রতিদিন ইনবক্সে প্রায় ডজন খানেক হত্যার হুমকি জমা পড়ে। কেউ ইনিয়ে বিনিয়ে, কেউ খুচিয়ে খুচিয়ে হত্যার হুমকি দেয়। কেউ দেয় ইউরোপ থেকে, কেউ আমেরিকা থেকে, কেউবা ভারত থেকে। হুমকিদাতা প্রায় সবাই ফান্ডামেন্টাল অ্যাথিস্ট কিংবা বিজেপি সদস্য। কিন্তু তাই বলে, কোন পরিচিত সাংবাদিককে অনুরোধ করে সেটা মিডিয়ায় আনার মত আদিখ্যেতা কিন্তু নেই।
কয়েকদিন আগে দেখলাম জাফর ইকবাল সাহেব স্ট্যাটাসের মাধ্যমে ‘ব্লগার মানেই নাস্তিক না’ এটা বোঝাতে চাইছেন। খুব ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশে প্রতিদিনই কোন না কোন ব্লগার/ফেবু স্ট্যাটাসদাতা মারা যাচ্ছে। অথচ সবার বেলায় না করে, শুধু কৃমি মনোভাবাসম্পন্ন (যারা পাবলিকের পশ্চাতদেশে চুলকানি সৃষ্টি করতে পারে এমন) ব্লগার/ফেবু স্ট্যাটাসদাতা মারা গেলেই জাফর সাহেবরা নাচানাচি করছে। তাই ঐ কৃমি মনোভাবাসম্পন্ন ব্লগার/ফেবু স্ট্যাটাসদাতাদেরকেই ‘ব্লগার’ নাম দিয়ে দিয়েছে সাধারণ মানুষ। এটা সাধারণ মানুষের দোষ নয়, বরং জাফর সাহেবদের দোষ।
এটা অনস্বীকার্য যে, আজকাল মিডিয়ায় যারা ‘ব্লগার’ বলে প্রচার পাচ্ছে, তারা নিতান্তই নিচু শ্রেণীর জীব। এদের না আছে জ্ঞানের নূণ্যতম ভার, না আছে সামাজিক দায়িত্বশীলতা। ধর্ম নিয়ে চটি গল্প রচনা, যাচ্ছেতাই গালাগালি, আর ‘মনে যা আসলো তাই’ লিখেই মিডিয়ায় ফোকাস হতে চায় এরা। কিন্তু দুঃখের বিষয়, অনলাইনে অনেক প্রতীভাবান লেখক আছে, আছে সাংবাদিক কিংবা গল্পকার, কিন্তু তাদের পরিচিতি কখনই গুরুত্ব পায়নি মিডিয়ায়, তাদের কখনও কোন টকশোতে ডাকা হয়নি। তাদের প্রতীভা লাইমলাইটে আনা হয়নি, বরং ছুড়ে ফেলা হয়েছে নৃশংসভাবে।
তাই চিরন্তন সত্যটা মনে রাখবেন,
বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটা কখনো ভালো অর্থে ব্যবহৃত হবে না, সব সময় নিকৃষ্ট অর্থেই ব্যবহৃত হতেই থাকবে।
বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ‘ব্লগার’ শব্দটা কখনো ভালো অর্থে ব্যবহৃত হবে না, সব সময় নিকৃষ্ট অর্থেই ব্যবহৃত হতেই থাকবে।
No comments