গতবারের মত এবারও এবারও সমকামীদের পক্ষে র্যালী মঙ্গল শোভাযাত্রায়
গত বছর মঙ্গল শোভাযাত্রায় সমকামী পুরুষদের পক্ষে র্যালী হয়েছিলো। এবারও কৌশলে এলজিবিটি (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্র্যান্সজেন্ডার বা হিজরা) আন্দোলনের পক্ষে র্যালী করা হলো মঙ্গল শোভাযাত্রায়। তবে এবার বোঝার জন্য একমাত্র উপায় ছিলো রং এবং রং এর সিরিয়াল।
এলজিবিটি (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্র্যান্সজেন্ডার বা হিজরা) আন্দোলনের পতাকায় (http://en.wikipedia.org/wiki/LGBT_symbols) যে ৬টি রং ব্যবহার করা হয় তার রংও সিরিয়াল ঠিক রেখেই র্যালী তৈরী করেছিলো আয়োজকরা ।
তারমানে এটা স্পষ্ট, বাংলাদেশে যারা মঙ্গলশোভাযাত্রা করে, তারাই বাংলাদেশে সমকামী আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়।
No comments