পহেলা বৈশাখের কারণে গুরুত্বপূর্ণ তিনটি হাসপাতালের সড়ক বন্ধ
আমাকে কেউ একটু দয়া করে বলবেন, আজকে তিনটি হাসপাতালে (ঢামেক, পিজি, বারডেম) রোগীরা কিভাবে গিয়েছিলো ??
আমি যতদূর জানি, সারা বাংলাদেশের সবচেয়ে মুমূর্ষু রোগীদের পাঠানো হয় ঢাকা মেডিকেল ও পিজি হাসপাতালে, আর বারডেম হচ্ছে ডায়বেটিক রোগীদের প্রধান আশ্রয়স্থল। কিন্তু গুরুত্বপূর্ণ হাসপাতালে আগত সবগুলো রাস্তাই ছিলো ব্যারিকেড দিয়ে আটকানো, চর্তুদিকে ছিলো বৈশাখপ্রেমী অজস্র মানুষের ভীড়, সেখানে অ্যাম্বুলেন্স চলা তো দূরের কথা, পিপড়াও হাটতে পারছিলো না।
তবে কি, মুমূর্ষু রোগীরা চিকিৎসার অভাবে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ?
তবে কি পোড়া রোগী পৌছাতে পারেনি ঢামেকের বার্ণ ইউনিটে ?
তবে কি, পিজি’র আইসিইউতে আনতে না পারায় আগেই প্রাণ বায়ু ত্যাগ করলো অনেকে ?
তবে কি পোড়া রোগী পৌছাতে পারেনি ঢামেকের বার্ণ ইউনিটে ?
তবে কি, পিজি’র আইসিইউতে আনতে না পারায় আগেই প্রাণ বায়ু ত্যাগ করলো অনেকে ?
জানি না, কোনটা ঘটেছিলো, কারণ রোগীদের কাছে আজকে মিডিয়া ছিলো না। থাক না, একটা দিন বাঙালী সংস্কৃতির জন্য প্রাণ না হলে কয়েকটা গেলোই .................
No comments