Header Ads

ad728
  • Breaking News

    পহেলা বৈশাখী ক্রেজ : বাঙালীর জাতে ওঠার প্রানান্ত চেষ্টা


    বাঙালীর মধ্যে সব সময় একটা চেষ্টা বিদ্যমান থাকে, সেটা হলো জাতের ওঠার চেষ্টা। বিভিন্ন কায়দা কানুন করে, আচার প্রথা করে, তারা জাতে উঠতে চায়। নিজেই বুঝাতে চায়- “আমি আগে অজাত-কুজাত ছিলাম, এখন জাতে উঠলাম মাত্র’’
    সেইদিন এক বাংলাদেশী বন্ধু বললো, থার্টি ফাস্ট নাইটে নাকি তার বাড়িওয়ালার ছেলে-মেয়েরা জোরে ডেকসেট বাজিয়ে নাচানাচি করে। বাড়ি ওয়ালা-ওয়ালি গ্রামের ক্ষ্যাত, এখনও ঠিকমত শুদ্ধ বাংলা বলতে পারে না। কোনমতে সরকারি লোন দিয়ে একটা বাড়ি উড়িয়েছে মাত্র, এখন থার্টি ফাস্ট নাইটে নাচানাচি করে জাতে উঠতে চাচ্ছে
    পহেলা বৈশাখের কালচারটাও কিন্তু সেই জাতে ওঠার কালচার- বলবো। আপনি-আপনার বাপ-দাদাকে জিজ্ঞেস করে দেখুন তো, আজ থেকে ২০ বছর আগে তারা কি এখনকার মত করে পহেলা বৈশাখ উদাযাপন করেছে কি না ? উত্তর পাবেন কখনই না। অথচ, আজকে মিডিয়ায় সৃষ্টি করা হয়েছে বৈশাখী ইলিশ ক্রেজ। সেই ক্রেজ ধারণ করতে ইলিশের অগ্নি মূল্য দেখেও লাফ দিয়ে যাচ্ছেন বাজারে। কিনে আনছেন ১৫ হাজার টাকা দিয়ে জোড়া ইলিশ। বউয়ের এক দাবি, “ফাইল আটকিয়ে টাকা পাওনি ! যাও ইলিশ ছাড়া বাসায় আসবে না। বড় ইলিশ না হলে পাশের বাড়ির ভাবীর কাছে আমার প্রেস্টিজ থাকবে না
    আপনার বাবা-দাদাকে জিজ্ঞেস করতে পারেন, পহেলা বৈশাখ উপলক্ষে তারা নতুন পোষাক কিনতো নাকি ? সবাই একযোগে বলবে, “কখনই না’’ কিন্তু এখন তো মিডিয়াই বলে দিচ্ছে, “ দিন নতুন পোষাক কিনতে হয় ব্যস ! পহেলা বৈশাখে বউ-মেয়ে আর গার্ল ফ্রেন্ডের পোষাকের খরচ দিতে পুরুষ জাতির নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমার বাংলাদেশী বন্ধু বলেছিলো, সে নাকি মাথায় হাত দিয়ে থাকতো, যখন দেখতো--- তার তিন মাসের ব্যয় সংকোচনের ফল কি করে তার প্রেমিকা দিন ধোয়ার মত উড়িয়ে দেয়।ফেইস পেন্টিং এর না করলে সেলফি হবে না”, “হাতে একটা মুখোশ না নিলে মঙ্গলযাত্রা হবে না”, “পান্তা খেতে খেতে ছবি তুলতে হবে।’’, আরো কতকি.............
    এগুলো যদি আপনি হাজার বছরের কালচার বলে চালিয়ে দিতে চান, তবে আমি মানতে রাজি নই। আমি জোর গলায় বলবো, এগুলো হচ্ছে মিডিয়ারসৃষ্টি উত্তেজনা, যেইউত্তেজনা জ্বরে কাপতে থাকে হুজুগে মাতাল বাঙালী জাতি। তখন মিডিয়ায় যাকেই কালচার বলে দাবি করা হয়, সেটা পালন করতে জান-জীবন নিয়ে সে লাফ দিয়ে পড়ে।অ্যাপার্টমেন্ট/স্যোসাইটি/ফ্রেন্ড সার্কেলে একটা স্ট্যাটাস আছে না। সেটা পালন না করলে তো জাতে ওঠা যাবে না, সবাই ব্যাক ডেটেড বলবে

    বাঙালী আগে থেকেই জাতে ওঠা ছিলো। তাই নিত্যনতুন ক্রেজ পালন করে, নতুন করে জাতে ওঠার চেষ্টা নিজেকে ছোটলোক বলেই প্রমাণ করবে

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728