বিখ্যাত সাইফ আলী খান বনাম ফরিদপুরের অখ্যাত অরুন গুহ মজুমদার
সম্প্রতি বাংলাদেশের এক মন্ত্রী (নাম: খন্দকার মোশাররফ হোসেন) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ফরিদপুর জেলার অরুন গুহ মজুমদার নামক এক ব্যক্তির সম্পত্তি কমমূলে কিনে নিচ্ছেন। এ ব্যাপারে অরুন গুহ মজুমদারের পক্ষ থেকে কিছু শোনা যায় নি, গিয়েছে হিন্দু সাংবাদিক প্রবীর শিকদার কিংবা রানা দাস গুপ্ত নামক পার্শ্বব্যক্তিদের কাছ থেকে। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে এই কারণে ফরিদপুরের হিন্দুনেতারা এবং অরুন গুহ মজুমদারের উকিল বলেছে ঘটনা বিকৃত করে প্রচার করা হচ্ছে, একটি উগ্রহিন্দু মহল বাইরে থেকে ঝামেলা করতে যাচ্ছে (http://goo.gl/jqZzTP, http://goo.gl/dnrbmE)।
যাই হোক ধরে নিলাম, বাংলাদেশের ফরিদপুরের অরুন গুহ মজুমদারের সম্পত্তি দখল করতে চাইছিলো মন্ত্রী মোশাররফ । অখ্যাত অরুন গুহ মজুমদারকে মাত্র ৩ একর জমি নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং হিন্দুত্ববাদী মহল বেশ কিছুদিন নাচানাচি অব্যাহত রাখলো।
অথচ আপনার পাশের ভারতের অবস্থা দেখেছেন ! বলিউডের বিখ্যাত নায়ক সাইফ আলী খানের বিশাল সম্পত্তি, যার পূর্বপুরুষরা ছিলো পাতৌদী (ভোপাল) স্টেট এর জমিদার। সেই সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে জোর করে কেড়ে নেওয়া হলো, তবে সেটা কোন মন্ত্রী-মিনিস্টার করেনি, করেছে খোদ মধ্য প্রদেশ সরকার ! (http://goo.gl/ctLlDH,http://goo.gl/AkB6HC, http://goo.gl/jgNDqi)
অখ্যাত অরুন গুহ মজুমদারের মাত্র ৩ একর সম্পত্তি দখল করলে পুরো হিন্দু জাতি কেপে উঠলো, কিন্তু বিখ্যাত সাইফ আলী খানের বিশাল সম্পত্তি (বলা হয় ভোপাল স্টেটে ঘুড়ে আসতে ট্রেনে করে একদিন লাগে) ভারত সরকার নিজেই দখল করে নিলো কিন্তু সেটা নিয়ে মুসলমানরা কোন উচ্চ-বাচ্চ করলো না, ভারতীয় মিডিয়াও বিষয়টি পাত্তাই দিলো না, সাইফ আলী খান বিশেষ আইনী সহায়তাও পেলো না।
মন্তব্য: বাংলাদেশের হিন্দুদের হয়েছে ‘সুখে থাকলে ভুতে কিলায় অবস্থা’, হাজার আরামে থাকলেও মুসলমানদের হেনস্থা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। অপরদিকে ‘ভারতের সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত হচ্ছে এবং হবে’ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, রাষ্ট্রীয় আইন, যা জনগণ বিনা বাক্যে মেনে নিয়েছে। তাই কারোরই কিছুই বলার নেই।
http://www.prothom-alo.com/entertainment/article/513160/%E0%A6%AA%E0%A7%88%E0%A6%A4%E0%A7%83%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB
ReplyDeletehttp://archive.is/3ZnTc