Header Ads

ad728
  • Breaking News

    হিন্দু কতৃক মুসলমানদের ঘরবাড়ি দখল

    বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর দখল করা হচ্ছে বলে যারা মুখে ফেনা তুলছেন, তারা কি জানেন, বাংলাদেশের অনেক এলাকায় মুসলমানদের বাড়িঘর দখল করছে হিন্দুরা প্রশাসন পুলিশ বাহিনীতে ব্যাপক হিন্দু প্রবেশ এবং আওয়ামী সরকারের হিন্দুপ্রীতি কাজে লাগিয়ে অনেক এলাকায় হিন্দুরা মুসলমানদের বাড়িঘর থেকে উচ্ছেদ করছে, জোরপূর্বক বাড়িঘর দখল করছে যেমন--
    ) কিছুদিন আগে সব পত্র-পত্রিকায় একটি ছবি এসেছিলো। জমি দখলের প্রতিকার চেয়ে গণভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়েছিলো এক যুবক। এর কারণ যুবকসহ আরো শত শত মুসলিম পরিবারের ৬০ থেকে ৭০ বিঘা জমি বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছে অমল পোদ্দার নামক হিন্দু ব্যবসায়ী। এলাকার মানুষ প্রতিবাদ করলে অমল পোদ্দার মিথ্যা মামলা সাজিয়ে মুসলমানদের জেলে ভরে এবং ্যাব দিয়ে হয়রানী করায়। (http://goo.gl/YvTo2w)
    ) বছর মে মাসের ঘটনা। মৌলভীবাজার জেলার জুড়ী কাপনা চা বাগানে মুসলিম পরিবার উচ্ছেদ করে হিন্দুরা। (http://jugabheri.com/single.php?id=11287)
    ) রাঙামাটিতে মসজিদের যায়গা দখল করে মন্দির বানাতে চাইছে হিন্দুরা। (http://goo.gl/h4P4fh, http://goo.gl/m6mbOZ)

    ঘটনা দেখেছেন কত সু্ন্দর ! মিডিয়ায় কেবল প্রচার হচ্ছে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অথচ মুসলমানরাও কিন্তু কম নির্যাতিত হচ্ছে না বাংলাদেশে। নয়ন চ্যাটার্জি সব সময় নিপীড়িত জনগণের পক্ষে। আমি বাংলাদেশের নিপীড়িত মুসলমানদের বলছি, আপনারা আপনাদের জমি দখলের জোর প্রতিবাদ করুন, জেলা প্রেসক্লাবে গিয়ে সমাবেশ করুন, একজোট হয়ে আন্দোলন করুন, প্রয়োজনের দখলকারীদের শক্ত হাতে প্রতিহত করুন। সবাই একযোগে প্রতিবাদ করলে আশাকরি দখলদাররা আপনাদের ক্ষতি করতে পারবে না

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728