বোরকা পরার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা নিয়ে কিছু কথা
আজকে খবর এসেছে, বোরকা পরার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছে মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষক আজিজার রহমান।
খবরে এসেছে, ওই ছাত্রী ক্লাস করতে আসলে হঠাৎ আজিজার রহমান তাকে দাড় করান। বলেন, তুমি বোরকা পরেছ কেন? বোরকা তো জঙ্গিরা পরে। বোরকা পড়ে বোমা সরবরাহ করে। বোরকা গায়ে জড়ায়ে আর ক্লাসে আসবা না। এসব বলে ওই ছাত্রীকে শ্রেণী কক্ষ থেকে থেকে বের করে দেয়া হয়। এ সময় ওই ছাত্রী কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে যান। (http://goo.gl/bLgbaw, http://goo.gl/Y9gz4L,http://www.1newsbd.com/2015/08/19/100572)
এ খবরটা পড়ে আমার মনে হয়েছে, আজিজার রহমান স্যার সত্যি কথাটা সোজাসুজি বলতে পারেন নাই। তিনি যদি সত্যি কথাটা মুখ ফুটে বলতে পারতেন, তবে আজ হয়ত এ ধরনের নিউজের উদ্ভব হতো না। তিনি আসলে বলতে চেয়েছিলেন,
“এই মেয়ে ! তুমি কি জানো না , আমি ক্লাসে মাঝেমধ্যেই তোমাদের দিকে আভ্যন্তরীণ দৃষ্টিপাত করে মনটা একটু রিফ্রেশ করি, দূর করি একঘেয়েমিপনা। অথচ তুমি বোরকা পরে এসে আমার মাইন্ড রিফ্রেশমেন্টের বারোটা বাজিয়ে দিয়েছো। তোমরা যদি বোরকা না পরে, একটু খোলামেলা হয়ে ক্লাসে আসো, তবে আমার কত সুবিধা হয়, জানো ? সব সময় মুডটা ভালো থাকে, একটা এনজয়মেন্টের মধ্যে থাকতে পারি। যাও বাসায় যাও, কাল থেকে বোরকা খুলে নায়লা নাইম সেজে আসবা, কেমন ?
“এই মেয়ে ! তুমি কি জানো না , আমি ক্লাসে মাঝেমধ্যেই তোমাদের দিকে আভ্যন্তরীণ দৃষ্টিপাত করে মনটা একটু রিফ্রেশ করি, দূর করি একঘেয়েমিপনা। অথচ তুমি বোরকা পরে এসে আমার মাইন্ড রিফ্রেশমেন্টের বারোটা বাজিয়ে দিয়েছো। তোমরা যদি বোরকা না পরে, একটু খোলামেলা হয়ে ক্লাসে আসো, তবে আমার কত সুবিধা হয়, জানো ? সব সময় মুডটা ভালো থাকে, একটা এনজয়মেন্টের মধ্যে থাকতে পারি। যাও বাসায় যাও, কাল থেকে বোরকা খুলে নায়লা নাইম সেজে আসবা, কেমন ?
No comments