বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তসরিমা নাসরিনের কুৎসা রটনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে অনলাইন-ফেসবুকসহ আন্তর্জাতিক মিডিয়ায় প্রায় বিষেদগার করে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সুযোগ পেলেই নানান আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একগাদা বলে দেয় সে।
এই তো কয়েকদিন্ এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছত্রছায়ায় ব্লগার নিলয় নীলকে খুন করা হয়েছে এমন অভিযোগ তুলে বললো-
“আনসারুল্লাহ বাংলা টিম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তারা নিলয় নীলকে খুন করেছে। এর আগেও খুন করে এসে একইরকমভাবে সদর্পে ঘোষণা করেছিল তারাই খুনী। এবার শেষ হাসিনা কী করবেন? খুনীদের বাড়িতে ডাকুন। মিষ্টি মুখ করান। পারলে পোলাও মাংস খাওয়ান। নেক্সট কে জিজ্ঞেস করুন। মোট ক'জন ট্যালেন্টেড ব্লগারকে খুন করার প্ল্যান করেছে জানুন। ওদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিন। বলুন, বাবারা ভয় নেই, আমি আছি। অবশ্য আমার বলার দরকার কী। হাসিনার আশ্বাস খুনীরা পেয়েছে বলেই তো এত সহজে খুনের পর খুন করে যেতে পারে। " (https://goo.gl/EiztCg)
উল্লেখ্য এর আগেও শেখ হাসিনা পুত্র জয়কে অপদার্থ ও তু্ই তুকারি করে গালাগালি করেছিলো এই তসলিমা নাসরিন। (http://goo.gl/2cDZq1)
“আনসারুল্লাহ বাংলা টিম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তারা নিলয় নীলকে খুন করেছে। এর আগেও খুন করে এসে একইরকমভাবে সদর্পে ঘোষণা করেছিল তারাই খুনী। এবার শেষ হাসিনা কী করবেন? খুনীদের বাড়িতে ডাকুন। মিষ্টি মুখ করান। পারলে পোলাও মাংস খাওয়ান। নেক্সট কে জিজ্ঞেস করুন। মোট ক'জন ট্যালেন্টেড ব্লগারকে খুন করার প্ল্যান করেছে জানুন। ওদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিন। বলুন, বাবারা ভয় নেই, আমি আছি। অবশ্য আমার বলার দরকার কী। হাসিনার আশ্বাস খুনীরা পেয়েছে বলেই তো এত সহজে খুনের পর খুন করে যেতে পারে। " (https://goo.gl/EiztCg)
উল্লেখ্য এর আগেও শেখ হাসিনা পুত্র জয়কে অপদার্থ ও তু্ই তুকারি করে গালাগালি করেছিলো এই তসলিমা নাসরিন। (http://goo.gl/2cDZq1)
তসলিমা নাসরিন সাম্রাজ্যবাদীদের উস্কানিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটনা করছে এটা নিশ্চিত। কিন্তু আমি বলতে চাইছি, এ ধরণের একটি বিকৃতমনা এক লেখিকার লেখা কেন সাংবাদিক নইম নিজাম তার পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ এ নিয়মিত ছাপছে ? নঈম নিজাম তো নিজেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটনাকারীর লেখা তার পত্রিকায় নিয়মিত কেন ? এখানে নঈম নিজামের কি স্বার্থ রয়েছে ?? তবে কি নঈম নিজামও সম্রাজ্যবাদীদের এজেন্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ??
আমার মনে হয়, নঈম নিজামের ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দাবাহিনীগুলোর আরো খোঁজ-খবর নেওয়া উচিত।
---পড়তে পারেন নঈম নিজাম সম্পর্কে তসলিমা নাসরিন: https://goo.gl/9nYKYm
No comments