Header Ads

ad728
  • Breaking News

    একজন প্রবীর শিকদার এবং মুসলিমবিদ্বেষী লিখনী

    অনেকেই প্রশ্ন করেছেন, প্রবীর শিকদার কে ? প্রবীর শিকদাররা হচ্ছে সেই কথিত সাংবাদিক গোষ্ঠীর সদস্য যারা এতদিন কলমকে শাবল বানিয়ে বাংলাদেশের মুসলমানদের জন্য গর্ত খুঁড়ছিলেন। অব্যাহত কলমসন্ত্রাস চালাতে চালাতে প্রবীর গংরা এমন একটি পরিবেশ তৈরী করতে সক্ষম হয়েছিলো, যেখানে দাড়ি-টুপি মানেই রাজাকার, রাষ্ট্রদ্রোহী আর সন্ত্রাসী। হুজুর মানেই জঙ্গী এরাই রাজাকারের ছবি বানাতে দাড়ি-টুপি ওয়ালা হিংস্র যন্তুর ছবি আকঁতো
    প্রবীর গংদের কলম সন্ত্রাসের কারণে আজ মুসলিম শ্রেনীকে নেগেটিভ জ্ঞান করে সবাই, এদের তৈরী করা ধর্মবিরোধী আবহাওয়ার কারণে আজ বহু নিরাপরাধ মুসলমান অপরাধী না হয়ে জেল খাটছে। বিশ্বাস না হলে একবার জেলখানায় গিয়ে দেখুন, পুলিশ সন্দেহের বশে বহু দাড়ি-টুপি ওয়ালাদের ধরে এনেছে, এদের কোন নির্দিষ্ট অপরাধ নেই, কিন্তু রাষ্ট্রযন্ত্রের এমন আ্ইন, যেখানে দাড়ি-টুপি-হুজুর মানেই সন্ত্রাসী-জঙ্গী আর জামাতি রাজাকার। এই আবহাওয়া কিন্তু আগে ছিলো না, ক্ষমতাবানদের প্ররচিত করে এই মুসলিমবিরোধী আবহাওয়া তৈরী করেছিলো প্রবীর শিকদাররাই। প্রবীর গংদের মিথ্যা লেখালেখির কারণে আজ বহু নিরাপরাধ মানুষ দিনের পর দিন জেল খেটেছে, অনেকের পরিবার পরিজন, চাকরী-ব্যবসা, লেখাপড়া সব ধ্বংস হয়ে গিয়েছে
    প্রবীর শিকদাররা একদিকে যেমন কবর খুঁড়তো, অন্যদিকে ক্ষমতাবানদের তেল দিতো। তাদের সাথে বিদেশভ্রমণ করতো, তাদের প্রশংসা বর্ণনা করে বই লিখতো। অতিভক্তিতে চোরের লক্ষণ প্রকাশ করতো।শত্রুর ক্ষতি হবে, কিন্তু আমাকে তো বাচতে হবে’ !! (এরা অনেকটা জাফর ইকবা্ল কোয়ালিটি, যারা মুখে মুখে সারাদিন আওয়ামীলীগের প্রশংসা, কিন্তু ভেতর দিয়ে ধর্মের গোড়া কাটে)
    প্রবীর শিকদাররা হচ্ছে গোষ্ঠীর লোক, যারা এতদিন আওয়ামীলীগের ঘাড়ে বসে আওয়ামীকে দিয়ে ধর্মবিরোধী স্বার্থ হাসিল করতো। কিন্তু যে, ‘পাপ বাপকেও ছাড়ে না’, পরের ক্ষতির জন্য যে বাঘ পুষা হয়েছিলো এতদিন, আজকেই সেই বাঘই আশ্রয়দাতার ঘাড় মটকে খেলো

    প্রবীর শিকদার কেবল শুরু, বাকিরাও প্রস্তুত হও..........পরের জন্য গর্ত খুড়লে সেই গর্তে আজ তোমাদের নিজেদেরকেই পড়তে হবে...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728