পহেলা বৈশাখের নাটকে একাত্তরে ক্ষুধিরাম
তোরা কে কোথায় আছিস ?? আমাকে ধর !!!! আমি হাসতে হাসতে মরে গেলুম !!
পহেলা বৈশাখে নাটকের আয়োজন হয়েছে শিল্পকলা একাডেমিতে , আর সেই নাটকের নাম নাকি ‘একাত্তরের ক্ষুদিরাম’ !!! হে হে !! তোরা আমাকে কেও ধররে !!!! আমি মরে গেলুম রে !!!
আমি আগেও কয়েকবার বলেছি, বাংলাদেশীরা ইতিহাসের বই জীবনে উল্টে দেখেছে বলে আমার মনে হয় না। কারণ যে ব্যাটা তাদের জুতো মারে, সেই ব্যাটাকেই তারা কাঁধে তুলে রাষ্ট্রপতির আসনে বসায়।
উগ্রহিন্দুত্ববাদী ক্ষুদিরাম বসুর বোমাবাজির কারণে বঙ্গভঙ্গ রদ হয়েছিলো, ঢাকা রাজধানীর যোগ্যতা পায়নি, রাজধানী থেকেছিলো কলকাতা। ফলে উন্নত হতে পারেনি তৎকালীন পূর্ববঙ্গ। মানে বাংলাদেশের সাথে ক্ষুদিরাম অস্তিত্ব ও চেতনা পুরোটাই সাংঘর্ষিক। যে সঠিক ইতিহাস জানে, তার জন্য একাত্তরে ক্ষুদিরাম আর একাত্তরে বাংলাদেশের জন্য ইয়াহিয়া খানের মায়া-মমতা অনেকটা একই রকম শোনানোর কথা।
যাই হোক মজা পেলাম, ক্ষুদিরাম দিয়ে বাংলাদেশীদের বাঙালীত্ব পালন দেখে।
ক্ষুদিরাম যে বাংলাদেশের মুসলমানদের ঘোর বিরোধী ছিলো, তার ফাঁসির কারণ যে বাংলাদেশী (পূর্ববঙ্গ) মুসলমানদের বিরোধীতা করতে গিয়ে সেটা জানার জন্য নিচের লিঙ্কগুলো দেখতে পারেন:
১) http://goo.gl/vvWnZm
২) http://goo.gl/Nk9qzh
৩) http://goo.gl/PLrpBM
৪) http://goo.gl/DAt4wM
৫) http://goo.gl/6UOeSW
৬) http://goo.gl/kfbPD1
২) http://goo.gl/Nk9qzh
৩) http://goo.gl/PLrpBM
৪) http://goo.gl/DAt4wM
৫) http://goo.gl/6UOeSW
৬) http://goo.gl/kfbPD1
No comments