চীন-মৈত্রি সম্মেলন কেন্দ্রে ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠান
আমি কখনও আপনাদের কাছে কোন কিছু চাই নি, আজকে ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করবো। কি রাখবেন না ??
আমাদের সবার প্রিয় বন্যাদি চীন-মৈত্রি সম্মেলন কেন্দ্রে ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’ নামক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনাদের হাত জোড় করে বলছি, আপনারা দয়া করে ঐ অনুষ্ঠানে যাবেন। কেউ মিস করবেন না। অনুষ্ঠানটি শুরু হবে আগামীকাল সোমবার বিকেলে সূর্যাস্তের সাথে সাথে চৈত্রসংক্রান্তি পূজোর মাধ্যমে। এরপর পহেলা বৈশাখ ভোরে সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে, হাজারও কণ্ঠে গানে গানে নতুন বছরে সমৃদ্ধি, শান্তি, নিরাপত্তা চাওয়া হবে লক্ষ্মী, গনেশ আর মা কালী’র কাছে।
(http://www.banglanews24.com/fullnews/bn/384653.html)
(http://www.banglanews24.com/fullnews/bn/384653.html)
আমি জানি, রেজওয়ানা বন্যা আপনাদের মাদ্রাসা’র টাকা নিয়ে তার সুরের ধারায় দিতে বলেছে দে
খে আপনারা তার উপর মাইন্ড করে বসে আছেন। কিন্তু কি করবে বলুন, তার অভাবের কথাও তো আপনাদের ভাবতে হবে। সে নাহলে টাকার অভাবে এমন একটা ভুল করে বলেই ফেলেছে, তাই বলে সেটা কি এখনও মনে রাখতে হবে ??
পুরোন কথা ভুলে জান, চৈত্রসংক্রান্তি পূজো করে পুরাতনকে ঝেড়ে ফেলুন, আর মা কালী, লক্ষ্মী আর গণেশের কাছে নতুন বছরের শান্তি চাইতে থাকুন। মনে রাখবেন, ধর্ম যার যার, পূজো কিন্তু সবার।
No comments