Header Ads

ad728
  • Breaking News

    আমার ফেসবুক ফেইজ আনপাবলিশ ও কিছু কথা...............


    এখন আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee Official এ রকম ছবি প্রকাশ করছে। সকালে (7:00 am) চট্টগ্রাম বিএএফশাহীন কলেজের ছাত্র বিশ্বজিৎ দাস বিপু (হৃদয়)কে নিয়ে পোস্ট দেওয়ার পর, ঐ পোস্টটি সরিয়ে দেয় ফেসবুক কর্তৃপক্ষ এবং আমার পেইজ আনপাবলিশ করে দেয় (at-12:10pm)। পেইজ ফিরিয়ে আনতে চেষ্টা চলছে, নতুন করে আপীল করা হয়েছে। বিষয়টি অবশ্যই সাধারণ কোন ফেসবুক ইউজারের রিপোর্টের কারণে হয়নি, হয়েছে সরকারিভাবে বিটিআরসি’র পক্ষ থেকে। কারণ সরকারিভাবে মেইল না করলে, এত দ্রুত সাতসকালে পেইজ আনপাবলিশ হওয়ার কথা নয়।

    যাই হোক, আমার পেইজ আনপাবলিশ করার মাধ্যমে বুঝতে পারলাম, Labib Sarker নামক ফেসবুক আইডি (https://www.facebook.com/LabibAryan) থেকে অনবরত মুসলমানদের কাবা ঘরের উপর প্রস্রাব করার ছবি দিলে কিংবা কাবা ঘরের উপর শুকরের ছবি দিয়ে প্রকাশ করলে সেটা প্রশাসনের চোখে পড়ে না, কিন্তু কোথাকার কোন অখ্যাত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে স্ট্যাটাস দিলে সেটা প্রশাসনের ভোর বেলাতেই চোখে পড়ে যায়, তাকে বাঁচানোর জন্য তড়িৎগতিতে উঠেপড়ে লেগে যায় প্রশাসন। বাংলাদেশ থেকে সরকারিভাবে ফেসবুকের কাছে মেইল করে দ্রুত পেইজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 


    আমার জানা মতে, বাংলাদেশ হাইকোর্ট ৪-৫ বছরের মধ্যে বেশ কয়েকবার বিটিআরসিকে নোটিশ করেছে ইসলাম বিদ্বেষী ফেসবুকগুলো বন্ধ করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু তারা একবারও সে দিকে দৃষ্টি দেয়নি, দেওয়ার চেষ্টাও করেনি। অথচ সকালে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াতে দুপুর ১২টার মধ্যে কাজ হয়ে গেলো।

    সত্যি, বাংলাদেশ যে দিনে দিনে এগিয়ে যাচ্ছে, সেটা অস্বীকার করার কিছু নেই।

    বিটিআরসিকে ধন্যবাদ।

    14 comments:

    1. কি আর বলবো দাদা. যারা কিছু করবে যাদের কিছু করা উচিৎ তারাই আছে নিশ্চুপ।

      ReplyDelete
    2. ekta id bondho hole dosta kholen. writing must go on in fb. its best

      ReplyDelete
    3. ekta id bondho hole dosta kholen. writing must go on in fb. its best

      ReplyDelete
    4. Enter your comment... দাদা একটা গেছে তো কি হইছে। আরও ১০ টা আইডি তৈরি করেন।। আমরা আপনার পাশে আছি।। সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই।।

      ReplyDelete
    5. দাদা , সব কনেন্ট ( ইমেজ স্ট্যাটাস সব) ডীলেট করে দিলেই পেজ ফেরত পাবেন । আমার হয়েছিল এ রকম একবার ।

      ReplyDelete
    6. দাদা , সব কনেন্ট ( ইমেজ স্ট্যাটাস সব) ডীলেট করে দিলেই পেজ ফেরত পাবেন । আমার হয়েছিল এ রকম একবার ।

      ReplyDelete
    7. দাদা আপিল করার আগে , সব কনেন্ট ( ইমেজ স্ট্যাটাস সব) ডীলেট করে দিলেই পেজ ফেরত পাবেন । আমার হয়েছিল এ রকম একবার ।

      ReplyDelete
    8. উফফফফ... আবার....

      ReplyDelete
    9. দাদা সত্যের জয় হবে ।।।।

      ReplyDelete
    10. বিশ্বজিৎ দাসে কে, তাকে নিয়ে কি লিখেছিলেন?

      ReplyDelete
    11. নয়ন দা, যদি আপনার ইমেইল ঠিকানাটা একটু কষ্ট করে দিতেন তাহলে গুরুত্বপূর্ণ একটা মেইল করতাম।

      ReplyDelete

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728