Header Ads

ad728
  • Breaking News

    একটা জাতি কিভাবে ধ্বংস হয় ?

    মাঝে মাঝে ভাবি একটা জাতি কিভাবে ধ্বংস হয় ?

    অনেক কারণ থাকতে পারে, তারমধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে- ঐ জাতির অধিকাংশ যুবক যখন প্রেম-ভালোবাসা নামক আবেগে মত্ত হয়ে যায়তখন।

    একটি জাতি কিন্তু তার যুবক শ্রেণীর কাছে অনেক কিছু প্রত্যাশা করে আছে, অথচ ঐ যুবকটি জাতির চাহিদা পূরণ করা তো দূরের কথা, সামান্য একটি নারীর প্রতি মন দেয়া নেওয়ায় সে এতই ব্যস্ত থাকে যে, জাতি যে তার কাছে কিছু চায় সেটাই জানে না।

    আমার মাথায় আসে না, মানুষ এ রকম হয় কিভাবে ? আমি পারবো না।

    আমার কাছে আমার জাতির অনেক প্রত্যাশা থাকতে পারে। সেখানে সামান্য একটা মেয়ের কথা চিন্তা করে আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে পারবো না। আমার কাছে প্রেম-ভালোবাসা করার চেয়ে ঢের জরুরী কাজ আছে।

    বিষয়গুলো যদিও অপ্রাসঙ্গিক, কিন্তু ফেসবুকে প্রেম ভালোবাসার পোস্টে যখন দেখি হাজার হাজার তরুণ-তরুণী ঝাপিয়ে পড়ে, আবেগী কমেন্ট দিয়ে প্রেম-ভালোবাসার বহিঃপ্রকাশ করে, তখন দুঃখে আমার বুকটা ফেটে যায়।ভাবি, “আহারে ! এই ছেলেটা, এই মেয়েটা আরো কত জরুরী কাজ করতে পারতো, জাতিকে কত মূল্যবান জিনিস উপহার দিতে পারতো, জাতির কঠিন সময়ে পাশে থাকতে পারতো, সে কিনা সামান্য প্রেম-ভালোবাসার রং মেখে সময় নষ্ট করছে !

    আমার মনে হয়, নাটক-সিনেমা ওয়ালারা একটা জিনিস সব সময় ভুল দেখায়। দেখায়-যে নায়ক হয়, সে প্রেম-ভালোবাসাও করে, আবার খুব ভালো ছাত্র হয়, আবার জাতির জন্য খুব বড় সাফল্য বয়ে নিয়ে আসে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। যে ছেলে একটা মেয়ের কাছে তার মন-মগজ বিক্রি করে দিয়েছে, সে তার জাতির জন্য মনমগজ খাটাবে কিভাবে ? এ কারণে দেখা যায়, যারা বাস্তবে যারা প্রেম-ভালোবাসায় মত্ত থাকে, ঐ ছেলেগুলো ফালতু স্টুডেন্ট হয়। আর যদি পড়ালেখায় ভালো কিছুও করে, তবে জাতির জন্য উপকারি কিছু বয়ে আনতে পারে না, বরং পড়ালেখা ব্যয় করে নিজের পেট পূজার জন্য।

    হয়ত আমার এ লেখা আমার কোন কোন পাঠককে কষ্ট দিতে পারে, সে জন্য আমি দুঃখিত। তবে সত্যি বলতে, মানুষের ফালতু সময় অপচয় দেখে আমার মাথা ঠিক রাখতে পারি না। আমি দেখতে পাচ্ছি, একটি জাতিকে তার বহিঃশত্রুতে এসে নিয়মিত পশ্চাতদেশ বলাৎকার করে দিয়ে যাচ্ছে (সরি টু সে)। সেখানে ঐ জাতির যুব সমাজের কোন ভ্রুক্ষেপ নেই, তারা মত্ত রয়েছে সামান্য প্রেম-ভালোবাসায় নিয়ে !

    প্রেম-ভালোবাসায় মত্ত এ মাতাল যুবক শ্রেণীর জন্য আফসুস করা ছাড়া আর কিছুই করার নেই।
    সবাইকে ধন্যবাদ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728