‘স্বপ্নহীন বিশ্বজিত’ নামক এক উগ্র হিন্দুকে নিয়ে পোস্ট দেয়ার কারণে ফেসবুকে আমার পেজ আনপাবলিশ
কুখ্যাত Labib Sarker তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়-
“আমার ৮-১০টি আইডি আছে,
কারো লাগলে বলো”
“আমার ৮-১০টি আইডি আছে,
কারো লাগলে বলো”
এরপর
স্ট্যাটাসের প্রথমেই কমেন্ট হয় ‘স্বপ্নহীন বিশ্বজিত’ নামক একটি আইডি থেকে।
স্বপ্নহীন বিশ্বজিত : আমার ১টা লাগবে...প্লিজ
স্বপ্নহীন বিশ্বজিত : আমার ১টা লাগবে...প্লিজ
Labib
Sarker : মুসলিমদের গালি দাও ? (আইডি পাওয়ার যোগ্যতা মুসলিমদের গালি দেওয়া)
স্বপ্নহীন বিশ্বজিত : নিয়মিত দেই, বড় বড় পেইজগুলোতে একটু চোখ বুলালেই দেখবেন।
স্বপ্নহীন বিশ্বজিত : নিয়মিত দেই, বড় বড় পেইজগুলোতে একটু চোখ বুলালেই দেখবেন।
Labib
Sarker : ইনবক্স, কাম। (মানে তোমার গালি দেওয়া যোগ্যতা আছে, তাই তুমি আইডি পাবে। আর সেগুলো দিয়ে মুসলিমদের আরো গালি দিতে পারবে)
পাঠক ! লাবিব সরকারের কাছে যে ছেলেটি মুসলিমদের গালাগালির করার যোগ্যতা থাকার কারণে নতুন আইডি পেলো, তার ছবিটি পাশেই দেখতে পাচ্ছেন। ছেলেটির নাম বিশ্বজিৎ দাস বিপু ওরফে হৃদয় পড়ালেখা করে চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজে। সম্ভবত এইবার এইচএসসি পরীক্ষার্থী। বাড়ি সন্দ্বীপ। অনেকে বলে থাকে, আমার অনেক হিন্দু বন্ধু আছে, তারা অনেক ভালো। তারা কখনই আমাদের ধর্মকে গালি দেয় না। কিন্তু দেখুন, এই বিশ্বজিৎ দাস বিপুও কিন্তু মুসলমানদের বন্ধুদের মাঝেই বসবাস করে। সবার সাথে একসাথে খায়, পড়ালেখা করে, দুষ্টুমি করে, সেলফি তুলে। কিন্তু দরজা বন্ধ করে ফেসবুকে বসলেই তার হিংস্র দাতগুলো বেড়িয়ে পরে। এতদিন নিজের এক আইডি দিয়ে মুসলমানদের গালি দিয়েও খায়েশ মিটছিলো না, এখন লাবিবের মত কুলাঙ্গারের থেকে আরো আ্ইডি ধার নিচ্ছে মুসলমানদের আরো গালিগালাজ করার জন্য। এরাই কিন্তু ফেসবুকে মুসলমানদের কাবা ঘরের উপর শুকরের শুয়ে থাকার ছবি দিচ্ছে, প্রস্রাব করার ছবি দিচ্ছে। অথচ এই সকল সাম্প্রদায়িক হিন্দুর খপ্পরে পরে মুসলমানরা পূজার অনুষ্ঠানে যাচ্ছে, পূজার প্রসাদ খাচ্ছে, সেক্যুালারিজমের বুড়ি আওড়াচ্ছে।
মুসলমানরা তার পাশে বসে থাকা প্রাণের হিন্দু বন্ধুটির পরিচয় এখন বুঝবে না, কিন্তু একদিন না একদিন ঠিকই সময়ই তাকে বুঝিয়ে দিবে।

No comments