রাষ্ট্রধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং একজন সাধারণ নাগরিকের কর্তব্য
অনেকে জানতে চেয়েছেন, যেহেতু বিচারবিভাগের সহায়তায় সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়ার কার্যক্রম চলছে, তাই বিচারবিভাগীয় উপায়ে তা আটকানো যায় কি না ?
এর উত্তর- অবশ্যই যায়। যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক, সেহেতু অবশ্যই আপনি তা করতে পারেন। তবে এর জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন তা হচ্ছে আপনার সদিচ্ছা। যদি আপনার সদিচ্ছা থাকে, তবে অবশ্যই বিচারবিভাগীয় উপায়েই এ রিট-আবেদনটি আটকে দেওয়া যায়। এর জন্য প্রয়োজন-
১) প্রথমে সুপ্রীম কোর্টে একজন উকিলের সাথে যোগাযোগ করুন।
২) ঐ রিট (writ petition 1434 OF 1988) এর বিরুদ্ধে থার্ড পার্টি হিসেবে ইন্টারভেনার হন ।
৩) অনেক ক্ষেত্রে উকিল ইসলামী ভাবাপন্ন হলে কম খরচেই মামলা করে দেবে। কিন্তু অধিকাংশ আইনজীবি ধর্ম-কর্মের ধার ধারে না। তাদের কাছে টাকাই সব। তাই তাদের কিছু অর্থ দিলে তারা অবশ্যই আপনার হয়ে কাজটি করে দিবে।
৪) আপনি যেহেতু মুসলিম, তাই একজন মুসলমান হিসেবে আপনার ধর্ম রক্ষার্থে কিছু খরচ করার মনমানসিকতা থাকতে হবে। তবে যদি আপনি কৃপন হন, তবে এক্ষেত্রে না আগানোই ভালো।
৫) উকিলের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন, এ সপ্তাহের মধ্যে আপনার আবেদন এফিডেভিট করে জমা দিতে হবে। যদি তা গৃহিত হয়, তবেই কেবল আগামী ২৭শে মার্চ রবিবার আপনার উকিল শুনানির সময় ঐ রিটটির বিরুদ্ধে আবস্থান নিতে পারবে।
২) ঐ রিট (writ petition 1434 OF 1988) এর বিরুদ্ধে থার্ড পার্টি হিসেবে ইন্টারভেনার হন ।
৩) অনেক ক্ষেত্রে উকিল ইসলামী ভাবাপন্ন হলে কম খরচেই মামলা করে দেবে। কিন্তু অধিকাংশ আইনজীবি ধর্ম-কর্মের ধার ধারে না। তাদের কাছে টাকাই সব। তাই তাদের কিছু অর্থ দিলে তারা অবশ্যই আপনার হয়ে কাজটি করে দিবে।
৪) আপনি যেহেতু মুসলিম, তাই একজন মুসলমান হিসেবে আপনার ধর্ম রক্ষার্থে কিছু খরচ করার মনমানসিকতা থাকতে হবে। তবে যদি আপনি কৃপন হন, তবে এক্ষেত্রে না আগানোই ভালো।
৫) উকিলের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন, এ সপ্তাহের মধ্যে আপনার আবেদন এফিডেভিট করে জমা দিতে হবে। যদি তা গৃহিত হয়, তবেই কেবল আগামী ২৭শে মার্চ রবিবার আপনার উকিল শুনানির সময় ঐ রিটটির বিরুদ্ধে আবস্থান নিতে পারবে।
এক্ষে্ত্রে মনে রাখতে হবে, আপনারা যত লোক থার্ড পার্টি হিসেবে ইন্টারভেনার হতে পারবেন, ‘ইসলাম’ রাষ্ট্রধর্ম হিসেবে রাখার আবেদন তত জোরালো হবে। যদি ১০০ ব্যক্তি ইন্টারভেনার হতে পারে, তবে পুরো কোর্ট ইসলামের পক্ষের লোকে ভরে যাবে। স্বাভাবিকভাবে তখন মুসলমানদের পক্ষেই রায় আসা স্বাভাবিক।
No comments