পহেলা বৈশাখ পালনকারীরা কি আইনের ঊর্ধ্বে
একজন আমাকে বললো-
“দাদা, বাংলাদেশে ১লা বৈশাখের বিরুদ্ধে বলা যায় না, বললে অপরাধ হয়”।
“দাদা, বাংলাদেশে ১লা বৈশাখের বিরুদ্ধে বলা যায় না, বললে অপরাধ হয়”।
আমি বললাম- কেন ?? “পহেলা বৈশাখের বিরুদ্ধে বলা আইনত দণ্ডনীয় অপরাধ” এ ধরনের কোন আইন কি বাংলাদেশের পাশ হয়েছে ?
উত্তরে সে বললো- “না, হয় নাই।”
তখন আমি তাকে বললাম- তাহলে সমস্যা কি ? দেখো কয়েকদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ১লা বৈশাখের অনুষ্ঠানে কোন মুখোশ ব্যবহার করা যাবে না এবং বিকাল ৫টার পরে উন্মু্ক্ত কোন স্থানে অনুষ্ঠান করা যাবে না। এটা বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে আইনের মত আদেশ। অথচ দেখো,যারা পহেলা বৈশাখ পালন করে, পৃষ্ঠপোষকতা করে তারা কি বলছে ও করছে--
১) গোলাম কুদ্দুস, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট-----------------
“১লা বৈশাখ বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না । এ সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব না। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করুন, নয়ত সারা দেশের সংস্কৃতি কর্মীরা আইন অমান্য করতে বাধ্য হবে।”
(সূত্র:http://goo.gl/HphL4m)
“১লা বৈশাখ বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না । এ সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব না। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করুন, নয়ত সারা দেশের সংস্কৃতি কর্মীরা আইন অমান্য করতে বাধ্য হবে।”
(সূত্র:http://goo.gl/HphL4m)
২) নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব-----------------
“পহেলা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখান করছি।”
(সূত্র:http://goo.gl/HphL4m)
“পহেলা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখান করছি।”
(সূত্র:http://goo.gl/HphL4m)
৩) “আসন্ন পহেলা বৈশাখে ঢাকা মেট্রোপলিশন পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিকেল ৫ টার পর অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সুলতানা কামাল”
(সূত্র:http://goo.gl/GzLSH8)
(সূত্র:http://goo.gl/GzLSH8)
৪) এবছরও পহেলা বৈশাখে মঙ্গলশোভাযাত্রায় সমকামীদের মিছিলের উদ্যোগ নিয়েছে সমকামীদের পত্রিকা রুপবান। অথচ ৩৭৭ ধারা মোতাবেক সমকামিতা ও পায়ুমৈথুন শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ, যার শাস্তি দশ বছর থেকে শুরু করে আজীবন কারাদণ্ড এবং সাথে জরিমানাও হতে পারে। .
(সূত্র: https://goo.gl/dWg2NY)
(সূত্র: https://goo.gl/dWg2NY)
কি বুুঝলেন ??
আইন অনুসারে বাংলাদেশের ১লা বৈশাখের পৃষ্ঠপোষকরাই সবচেয়ে বড় অপরাধী ও গ্রেফতার হওয়ার যোগ্য। অথচ কেউ তার স্বাধীন মত প্রকাশ করে পহেলা বৈশাখ নিয়ে কমেন্ট করলে আইন না থাকা সত্ত্বেও তাকে অপরাধী বলে মনে করা হচ্ছে। এ জন্যই বলে, সব সম্ভবের দেশ বাংলাদেশ।
আইন অনুসারে বাংলাদেশের ১লা বৈশাখের পৃষ্ঠপোষকরাই সবচেয়ে বড় অপরাধী ও গ্রেফতার হওয়ার যোগ্য। অথচ কেউ তার স্বাধীন মত প্রকাশ করে পহেলা বৈশাখ নিয়ে কমেন্ট করলে আইন না থাকা সত্ত্বেও তাকে অপরাধী বলে মনে করা হচ্ছে। এ জন্যই বলে, সব সম্ভবের দেশ বাংলাদেশ।
No comments