হিন্দুয়ানী সংষ্কৃতি পহেলা বৈশাখ উদযাপন নিয়ে ইমাম সাহেবদের কর্তব্য
বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের একটা কর্তব্য আছে। আগামী বৃহস্পতিবার যদি বাংলাদেশ জুড়ে হিন্দুয়ানী সংষ্কৃতির ব্যাপক প্রচার-প্রকাশ করে পহেলা বৈশাখ উদযাপন হয়, তবে পরদিন এর প্রতিবাদে তারা জুমুয়ার খুতবায় আলোচনা করতে পারে এবং নামাজ শেষে মিছিল বের করতে পারে। বিশেষ করে যখন পহেলা বৈশাখের নামে স্পষ্ট হিন্দুয়ানী পুজা, সংস্কৃতি, সমকামী মিছিলসহ সর্বাত্মক অনৈতিক কাজ হচ্ছে, তখন তারা বসে থাকতে পারে না। এর দায়িত্ব প্রত্যেক ইমাম-মুসল্লীর উপর বর্তায়। তাই এর প্রতিবাদে আলোচনা মিছিল জরুরী। এছাড়া শিক্ষাসিলেবাস নিয়েও আলোচনার দরকার আছে। কারণ শিক্ষা সিলেবাসেই বাচ্চাদের মিথ্যা পড়ানো হচ্ছে- হিন্দুয়ানী পহেলা বৈশাখ নাকি মসলমানদের ঐতিহ্য।
মনে রাখবেন,
সবাই মিলে প্রতিবাদ জানালে অবশ্যই অন্যায় বন্ধ করা সম্ভব।
সবাই মিলে প্রতিবাদ জানালে অবশ্যই অন্যায় বন্ধ করা সম্ভব।
No comments