Header Ads

ad728
  • Breaking News

    জানবাজ গেরিলা দল ক্র্যাক প্লাটুন




    ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে "হিট এন্ড রান" পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন। এর প্রথম প্লাটুনের সদস্য সংখ্যা ছিলো ১৭ ।
    কিন্তু এই ১৭ সংখ্যার রহস্যটা কি ?
    মুসলিম যোদ্ধা ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র ১৭ ( মতান্তরে ১৮) জন অশ্বারোহী যোদ্ধা সংগে নিয়ে হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেছিলেন । মুক্তিযুদ্ধে জানবাজ গেরিলা দল ‘ক্র্যাক প্লাটুন’ গঠন করার সময় সদস্যদের মনোবল বাড়াতে এ ইতিহাসটি বার বার শোনানো হতো এবং বলা হতো, “তোমরা এই ১৭ জন মিলেই দ্বিতীয়বার বাংলা জয় করবে”।
    (তথ্যসূত্র: https://goo.gl/mhpSgFhttp://goo.gl/jD9HH4)
    মন্তব্য: মুক্তিযোদ্ধাদের মুসলিম বীর যোদ্ধাদের ঘটনা শুনিয়ে উত্তেজিত করা হতো। অথচ এখন কিছু লোক প্রায় দাবি করে- মুক্তিযুদ্ধের চেতনা নাকি ইসলামবিহীন চেতনা, নাস্তিক্যবাদী চেতনা। সত্যিই ইতিহাস কিভাবে বিকৃত হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728