Header Ads

ad728
  • Breaking News

    কথিত অসাম্প্রদায়িকতা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে জেহাদ বলে প্রচার

    আপনি কি জানেন, মুক্তিযুদ্ধকে জেহাদ বলে প্রচার করা হতো স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ?
    অনেকেই দাবি করে, মুক্তিযুদ্ধ নাকি অসাম্প্রদায়িক চেতনার বলে হয়েছে। কিন্তু ইতিহাস কিন্তু সেটা বলে না। ইতিহাস বলে ভিন্ন কথা। এর একটি উদাহরণ দিচ্ছি-
    ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ করে জেহাদ বলে প্রচার করা হতো। উদ্দেশ্য মুক্তিযোদ্ধারা যেন যুদ্ধের সময় ধর্মীয় উদ্দিপনা লাভ করতে পারে এবং জেহাদী চেতনায় পাকিস্তানী বাহিনীর উপর ঝাপিয়ে পড়তে পারে।
    এ সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, পঞ্চমখণ্ড, পৃষ্ঠা- ২৮২-২৮৫ এ বর্ণিত আবু রাহাত মোঃ হাবীবুর রহমান রচিত ১৯৭১ সালের অক্টোবর মাসের এক কথিকায় বলা হয়-
    “পশ্চিমা পাকিস্তানের জঙ্গী শাসকগোষ্ঠী বিগত ২৪ বছর যাবত শুধু বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে নাই, উপরন্তু এদেশের জনগণের সমস্ত আশা-আকাঙ্খা ও তাদের ন্যায্য অধিকার চিরতরে ধূলিস্যাৎ করে দেওয়ার হীন ষড়যন্ত্রে মেতে উঠে বিগত ২৫শে মার্চ থেকে আধুনিক সমরান্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা হিংস্র পশুর ন্যায় আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঘর-্ববাড়ি, ধন-দৌলত, দোকান-পাট লুটপাট করেছে ও জ্বালিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে, প্রায় ১ কোটি লোককে দেশ থেকে বিতাড়িত করেছে ও তিন কোটি লোককে নিজেদের ভিটে-মাটি ছাড়া করেছে এবং বলপূর্বক এদেশের মানুষকে মিথ্যার আশ্রয় নিতে ও তাদের আনুগত্য স্বীকারে বাধ্য করার ব্যর্থ চেষ্টা করেছে । ওরা আমাদের সাথে যে ধরনের ‍যুদ্ধে লিপ্ত হয়েছে, তা হচ্ছে ন্যায়ের বিরুদ্ধে অন্যায় কে প্রতিষ্ঠিত করার যুদ্ধ। কোরানের দৃষ্টিতে ওরা শয়তানের বন্ধু ও দোযখী। অতএব আল্লাহর নির্দেশে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের ধর্মীয় কর্তব্য। ...............................অতএব, হে বাঙালী ভাইবোনেরা, আসুন আমরা অন্যায়কারী পশ্চিমা হানাদার পশু ও এদের পদলেহী দালাল কুকুরদের বিরুদ্ধে সার্বিক জেহাদ চালিয়ে আমরা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনে সচেষ্ট হই। জয় আমাদের আমাদের ‍সুনিশ্চত। "নাসরু-মিনাল্লাহি ওয়া ফাতহান কারীব"
    (আবু রাহাত মোঃ হাবীবুর রহমান রচিত)
    [তথ্যসূত্র- লাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, পঞ্চমখণ্ড, পৃষ্ঠা- ২৮২-২৮৫]
    উপরের দলিল দ্বারা প্রমাণিত, মুক্তিযোদ্ধারা ইসলামী চেতনায় যুদ্ধ করেছে, কথিত ধর্মনিরপেক্ষতার সেখানে নামগন্ধও ছিলো না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728