Header Ads

ad728
  • Breaking News

    পহেলা বৈশাখের ভাতা বাদ দেওয়ার পক্ষে অধিকাংশ বাংলাদেশী

    গতকালকে বিডিনিউজ২৪ একটি জরিপ করেছে। জরিপটি ছিলো এরকম-
    “বৈশাখী উৎসব ভাতা বাদ দিয়ে ঈদে মীলাদুন্নবীতে উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়েছে ওলামা লীগ। আপনি কি এ দাবি সমর্থন করেন ? “
    ওলামা লীগের পক্ষে ভোট পরে ৭৪% এবং তার বিপরীতে ভোট পরে ২৬%।
    (http://bangla.bdnews24.com/poll/)
    আামি যতদূর জানি, বাংলাদেশে ঈদে মীলাদুন্নবীকে ছুটি ঘোষণাসহ রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ঈদে মীলাদুন্নবী উপলক্ষে প্রথম সরকারি ছুটি ঘোষণা করেন এবং তিনি ঈদে মীলাদুন্নবী উপলক্ষে মিছিল করতেন বলে ইসলামী ফান্ডনেশনের স্মরণীকায় পাওয়া যায়।
    অপরদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি ঘোষণা করে স্বৈরাচারি শাসক এরশাদ, এবং এরশাদের সময় থেকে প্রথম রাষ্ট্রীয় উদ্যোগে পহেলা বৈশাখ পালন এবং মঙ্গলশোভাযাত্রা (১৯৮৯) শুরু হয়।
    যাই হোক, আজকে দেখলাম “জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা” নামক একটি সংগঠন ওলামা লীগ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলেছে, এমন দাবি করে ওলামা লীগের বিরুদ্ধে সভা করছে। কিন্তু আসলে ওলামা লীগ মুক্তিযুদ্ধের চেতনায় কোথায় আঘাত করলো সেটাই আমি বুঝলাম না। আমার মনে হয় বর্তমান মু্ক্তিযুদ্ধের চেতনাধারীদের উপর বঙ্গবন্ধু নয় স্বৈরাচারি শাসক এরশাদের ভূত ভর করেছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728