Header Ads

ad728
  • Breaking News

    পহেলা বৈশাখের বিরুদ্ধে ইসলামী দলগুলোর করণীয়

    গত কয়েকদিন আগে আওয়ামী ওলামা লীগ ঢাকা প্রেসক্লাবে এক বক্তব্যে বলেছে-
    “পহেলা বৈশাখ ইসলামবিরোধী' ও অনৈসলামিক। বাংলাদেশে এটা বন্ধ করতে হবে। এর ভাতা বন্ধ করতে হবে”। (http://goo.gl/w2BB79)
    ওলামা লীগের এত সাহসী উদ্যোগের সাধুবাদ জানাই। তবে বাংলাদেশের যে প্রধান প্রধান ইসলামী দল ও সংগঠন আছে, তাদেরও পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের প্রকাশ্য ও স্পষ্ট বক্তব্য দেওয়া দরকার ছিলো। কারণ বাংলাদেশে ওলামা লীগের থেকেও ঐ সকল ইসলামীদলগুলোর দায়-দায়িত্ব আমার কাছে বেশি বলে মনে হয়।
    যেমন বাংলাদেশের কিছু ইসলামী সংগঠন-
    - হেফাজতে ইসলাম
    - জামায়াতে ইসলামী
    - খেলাফত মজলিস
    - ইসলামী আন্দোলন
    - ইসলামী ছাত্রসেনা
    - ছাত্র হিজবুল্লাহ
    - তালামিজে ইসলাম
    - খেলাফতে আন্দোলন
    - সুন্নী আন্দোলন
    এর বাইরে আরো ইসলামী সংগঠন থাকতে পারে।
    এদেরও উচিত ছিলো, পহেলা বৈশাখ উপলক্ষে ওলামা লীগের মত আজ-কালের মধ্যে এ ধরনের একটি শক্তিশালী ও প্রকাশ্য বক্তব্য দেওয়া । বিশেষ করে যখন পহেলা বৈশাখের নাম দিয়ে মুসলমানরা প্রকাশ্যে হিন্দুয়ানী কালচার, মঙ্গলশোভাযাত্রা, সমকামী মিছিল, বিশাখা দেবতার কাছে প্রার্থনা, সূর্যপূজা করছে।
    যদি বাংলাদেশের মুসলমানরা এ ধরনের ধর্মবিরোধী কাজের জড়ায় তবে এ সকল ইসলামী দলগুলোর উপরও দায়-দায়িত্ব বর্তায়। এটা ১০০ ভাগ সত্যি মুসলমানরা কোন বিষয়ে যদি একত্রে প্রতিবাদ করে তবে ধর্মবিদ্বেষীরা পালিয়ে কুল পায় না। তাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728