ঢাবিতে বোরকা পরিহিতা ছাত্রীদের লাঞ্চিত করেই চলেছে শিক্ষক আজিজুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে বোরকা পরার কারণে ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছে শিক্ষক আজিজুর রহমান। তবে ঐ ছাত্রীকে শুধু বের করেই ক্ষান্ত হয়নি শিক্ষক আজিজুর, সাথে সাথে যে সমস্ত শিক্ষার্থী তার অনৈতিক কাজের প্রতিবাদ করেছে তাদেরকেও ক্লাস থেকে করে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ ছাত্রী বোরকা পরার কারণে ক্লাসে তার হাজিরা গণনা করতো না শিক্ষক আজিজুর। সর্বশেষ গত মঙ্গলবার বোরকা পরিহিত অবস্থায় হাজিরা দিতে চাইলে ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। (http://goo.gl/DuVQu2)
উল্লেখ্য গত বছর একই কাণ্ড ঘটিয়েছিলো এই শিক্ষক আজিজুরই। সে সময় এক বোরকা পরিহিতা ছাত্রীকে দাড় করিয়ে সে বলেছিলো- “তুমি বোরকা পড়েছ কেন? বোরকা তো জঙ্গিরা পরে। বোরকা পড়ে বোমা সরবরাহ করে। বোরকা গায়ে জড়ায়ে আর ক্লাসে আসবা না। ” এ বলে ওই ছাত্রীকে শ্রেণী কক্ষ থেকে থেকে বের করে দিয়েছিলো সে। এ সময় ওই ছাত্রী কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে যায়।
(http://goo.gl/1w6WtV)
(http://goo.gl/1w6WtV)
আসলে শিক্ষক নামধারী কিছু চরিত্রহীন ব্যক্তি আছে যাদের ‘শিক্ষক’ বলে সম্বোধন করতে মুখে বাধে। এদের পাবলিকের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে রাখা হয় পড়ানোর জন্য, কিন্তু ক্ষনে ক্ষনে তাদের অনৈতিক চরিত্র ফাঁস হয়ে যায়। এরা ছাত্রীদের বোরকা দেখলে চেচিয়ে উঠে, কারণ ছাত্রীরা বোরকা পরা শুরু করলে তারা লম্পটগিরির সুযোগ বন্ধ হয়ে যাবে তাই।
আমার মনে হয়, আজিজুরের মত কুলঙ্গারদের ঢাবি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এবং প্রশাসনের উচিত তাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলানো। কারণ এ কুলাঙ্গারদের ক্লাসে পড়াতে দেওয়া হয়েছে, কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা লম্পটগিরি করতে দেওয়া হয়নি।
আজিজারের ফেসবুক আইডি মেসেজ করে প্রতিবাদ জানাতে পারেন-
https://www.facebook.com/azizur.rahman.3382
https://www.facebook.com/azizur.rahman.3382
No comments