পহেলা বৈশাখ নিয়ে মুফতি ইনুর ফতওয়া
এবার চলে এসেছেন মুফতি হাসানুল হক ইনু। তিনি সরাসরি ফতওয়া দেয়া শুরু করেছেন। আজকে দেশের সব মুফতি-মুহাদ্দিসদের পেছনে ফেলে তিনি বলেছেন-
“যার দেশপ্রেম নেই তিনি ঈমানী মুসলমান নন। পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না। ঈমান নষ্ট হয়না।আজকে যারা এ উৎসবের বিরোধিতা করছেন, তাদের উদ্দেশ্যে বলব, পহেলা বৈশাখ কোনো দোদ্যুল্লপনা নয়। পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে বাংলাদেশ দেশজ সংস্কৃতির চর্চা করবে। আর দেশজ সংস্কৃতিতে আমি লালিত না হলে, পক্ষে ধারণ না করলে আমার ইমান দুর্বল হয়ে যাবে।” (http://goo.gl/7gTzfc)
জয় মুফতি ইনু !!
জয় রাম-বাম ইনু !!
জয় রাম-বাম ইনু !!
No comments