Header Ads

ad728
  • Breaking News

    ইসলামের পক্ষে বলায় শাহবাগে নাস্তিকদের প্রতিবাদ

    ওলামা লীগের বিরুদ্ধে আজ নাস্তিকরা সব এক হয়েছিলো শাহবাগে। তাদের কথা হচ্ছে- ওলামা লীগ কেন ইসলামের পক্ষে কথা বললো ? কেন তারা পহেলা বৈশাখকে হারাম বললো ? তাদের এত সাহস কেন ? তারা হচ্ছে পাকিস্তানী প্রেতাত্মা, শয়তানের দোসর। তারাই জঙ্গী। কারণ ইসলামের পক্ষে যেই কথা বলুক, সে যদি বঙ্গবন্ধুও হয়, তবুও সে জঙ্গী-সন্ত্রাসী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়ে যাবে, এটাই মোদ্দা কথা।
    যাই হোক, এ গোষ্ঠীদের আবার লোকের অভাব নেই। প্রচুর জনসমর্থন তাদের। মাইক ওয়ালা, শাহবাগের চটপটিওয়ালা, আর দুটো টোকাইসহ সবমিলিয়ে ১১ জন। হ্যা ওরা ১১ জন, বিশ্বাস না হয় মাথাগুনে দেখুন, ওরাই মুক্তিযুদ্ধ করেছিলো, বাকিরা সব রাজাকার। ওদের পকেটেই সব চেতনা থাকে, ওরাই দেশের প্রতিনিধিত্ব করে, আর দেশের বাকি ১৬ কোটি জনগণ সব ফাউ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728