নববর্ষ বা নওরোজের ইতিহাস
ে অনেকে দাবি করে, ইরানে যদি নববর্ষ পালিত হয়, তবে বাংলাদেশে হতে সমস্যা কোথায় ?? এর ব্যাখ্যায় বলতে হয়, ইরানে নববর্ষ পালনটা ঠিক ইসলামী সংস্কৃতি থেকে আসেনি। এসেছে অন্য ধর্ম থেকে। ইরানে নববর্ষকে বলা হয় নওরোজ। এ সম্পর্কে উইকিপিডিয়ায় বলা হয়েছে-
“ নওরোজ (ফার্সি: "নতুন দিন") হল ইরানি সৌর বর্ষপঞ্জী অনুসারে পালিত ইরানি নববর্ষ। নওরোজ মূলতঃ ইরানি জাতি ও বৃহত্তর ইরানের জনগোষ্ঠীর মধ্যে পালিত হয়ে থাকে। এছাড়া মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর পশ্চিম চীন সহ বিশ্বের অন্যান্য বহু অঞ্চলে এই উৎসব পালনের রেওয়াজ প্রসারিত হয়েছে। ঐতিহ্যগত ভাবে নওরোজ একটি জরথুস্ত্রবাদী উৎসব এবং প্রচলিত বিশ্বাস অনুসারে জরথুস্ত্রবাদের প্রতিষ্ঠাতা জরথুস্ত্র স্বয়ং এই উৎসব উদ্ভাবন করেছিলেন।"
“ নওরোজ (ফার্সি: "নতুন দিন") হল ইরানি সৌর বর্ষপঞ্জী অনুসারে পালিত ইরানি নববর্ষ। নওরোজ মূলতঃ ইরানি জাতি ও বৃহত্তর ইরানের জনগোষ্ঠীর মধ্যে পালিত হয়ে থাকে। এছাড়া মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর পশ্চিম চীন সহ বিশ্বের অন্যান্য বহু অঞ্চলে এই উৎসব পালনের রেওয়াজ প্রসারিত হয়েছে। ঐতিহ্যগত ভাবে নওরোজ একটি জরথুস্ত্রবাদী উৎসব এবং প্রচলিত বিশ্বাস অনুসারে জরথুস্ত্রবাদের প্রতিষ্ঠাতা জরথুস্ত্র স্বয়ং এই উৎসব উদ্ভাবন করেছিলেন।"
অর্থাৎ উইকিপিডিয়া দেওয়া তথ্য মোতাবেক
প্রাচীন ইরানের জরথুস্ত্রবাদ নামক ধর্ম থেকে নওরোজ আগত হয়েছে এবং নওরোজের সৃষ্টিকারী স্বয়ং ঐ ধর্মের প্রচারক জরথুস্ত্র নিজেই।
প্রাচীন ইরানের জরথুস্ত্রবাদ নামক ধর্ম থেকে নওরোজ আগত হয়েছে এবং নওরোজের সৃষ্টিকারী স্বয়ং ঐ ধর্মের প্রচারক জরথুস্ত্র নিজেই।
এখন কথা হচ্ছে জরথুস্ত্রবাদ আবার কোন ধর্ম ??
জরথুস্ত্রবাদ হচ্ছে প্রাচীন পার্সী ধর্ম যাদেরকে অনেকে অগ্নি উপাসক হিসেবে চিনে। এদের বিশ্বাস আগুন মানুষে শুদ্ধ করে থাকে। এ সম্পর্কে উইকিতে বলা হয়- “ অগ্নিকে জরাথ্রুস্ট্র ধর্মে শুদ্ধতার প্রতিনিধি হিসেবে বিশ্বাস করা হয়”। মূলতঃ ইরানিরা সেই অগ্নিউপসাকদের থেকে এলাকা ভিত্তিকভাবে সংস্কৃতিটি গ্রহণ করেছে (যেমন: বাংলাদেশের মানুষ অনেক কালচার হিন্দুদের থেকে গ্রহণ করে)। আবার এ প্রথাটি জরথুস্ত্রবাদ বা অগ্নি উপাসকদের থেকেই বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের নিকট প্রবেশ করে, এর কারণ এদের প্রত্যেকের ধর্মবিশ্বাসের গোড়া প্রায় কাছাকাছি এবং এরা সবাই বিভিন্ন শক্তির পূজা করে থাকে।
জরথুস্ত্রবাদ হচ্ছে প্রাচীন পার্সী ধর্ম যাদেরকে অনেকে অগ্নি উপাসক হিসেবে চিনে। এদের বিশ্বাস আগুন মানুষে শুদ্ধ করে থাকে। এ সম্পর্কে উইকিতে বলা হয়- “ অগ্নিকে জরাথ্রুস্ট্র ধর্মে শুদ্ধতার প্রতিনিধি হিসেবে বিশ্বাস করা হয়”। মূলতঃ ইরানিরা সেই অগ্নিউপসাকদের থেকে এলাকা ভিত্তিকভাবে সংস্কৃতিটি গ্রহণ করেছে (যেমন: বাংলাদেশের মানুষ অনেক কালচার হিন্দুদের থেকে গ্রহণ করে)। আবার এ প্রথাটি জরথুস্ত্রবাদ বা অগ্নি উপাসকদের থেকেই বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের নিকট প্রবেশ করে, এর কারণ এদের প্রত্যেকের ধর্মবিশ্বাসের গোড়া প্রায় কাছাকাছি এবং এরা সবাই বিভিন্ন শক্তির পূজা করে থাকে।
অপরদিকে মুসলমানদের শেষ নবী নওরোজ বা বছরের প্রথম দিন উদযাপনের প্রথাটিকে গ্রহণ করেননি। তিনি যখন মদীনায় যান, তখন সেটানে দুটো দিবস দেখতে পেয়েছিলেন। একটির নাম মিহিরজান, অপরটির নাম নওরোজ। তিনি দুটো অনুষ্ঠানই সম্পূর্ণ রূপে বাতিল করেছিলেন। একারণে নববর্ষ বা নতুনবর্ষ উদযাপন হিন্দু, বৌদ্ধ, উপজাতিদের মধ্যে থাকলেও মুসলমানরা তা পালন করে না।
উল্লেখ্য বাংলাদেশে যখন পহেলা বৈশাখ হয়, তখন হিন্দুদের বিভিন্ন পূজা-পার্বন, বৌদ্ধদের বিভিন্ন পূজা, উপজাতিরাও বৈসাবী উৎসব পালন হতে থাকে। একই সময় দেখবেন থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমারেও বর্ষবরণ হয়। হিন্দুরা বলে সংক্রান্তি আর বৌদ্ধরা বলে সংক্রান উৎসব।
যে যাই বলে নববর্ষ পালন করুক, অগ্নি উপাসক, হিন্দু, বৌদ্ধ ও উপজাতিদের বিশ্বাস এভাবে প্রথম দিনটি পালন করলে সারা বছরের জরা-দুঃখ-কষ্ট সব মুছে যাবে। যেমন বৌদ্ধরা বিশ্বাস করে পানি দিয়ে বৈসাবী খেললে, পানি দ্বারা তাদের জরা-দুঃখ মুছে শুদ্ধ হওয়া যাবে। আবার অগ্নি উপাসকদের বিশ্বাস ‘আগুন তাদের জরা-দুঃখ মুছে শুদ্ধ দেবে। এই বিশ্বাস কিন্তু হিন্দুদের মধ্যে সংক্রামিত। এজন্য দেখবেন, আমরা পহেলা বৈশাখ উপলক্ষে যে গানটা গাই- “এসে হে বৈশাখ এসো এসো” এর মধ্যে কিন্তু একটা লাইন আছে- “মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”। গানটিতে স্পষ্ট বলা হচ্ছে- আগুন দিয়ে শুদ্ধ হওয়া যাবে। মূলতঃ নববর্ষ অগ্নি উপাসকদের অনুষ্ঠান হওয়ার কারণেই প্রকৃত ইসলামীবেত্তারা কখনই এ অনুষ্ঠান পালনে অনুমতি বা স্বীকৃতি দেয়নি।
সবাইকে ধন্যবাদ।
তথ্যসূত্র:
১) https://goo.gl/Sv1JQA
২) https://goo.gl/Sfl0ZR
৩) http://goo.gl/KMdoMw
৪) http://goo.gl/CKlLE4
১) https://goo.gl/Sv1JQA
২) https://goo.gl/Sfl0ZR
৩) http://goo.gl/KMdoMw
৪) http://goo.gl/CKlLE4
No comments