নতুন বছরের আগমন দেখে বাংলাদেশীদের খুশি হওয়ার কোন কারণ নেই।
ক্যালকুলেশন বলছে, ২০১৮ সাল বাংলাদেশীদের জন্য একটা কঠিন বছর হতে পারে। কোন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে বাংলাদেশীরা, যার জন্য তারা মোটেও প্রস্তুত নয়।
-মজমাস্তিতে মেতে থাকা
-ব্যক্তিত্বহীনতা ও জাতিবোধহীন অবস্থা
-হুজুগে মাতাল,
-নেতৃত্বহীন অবস্থা,
-ভুল পরামর্শ গ্রহণ,
-শত্রুকে বন্ধু মনে করা,
-জাতিগত স্বার্থ ভুলে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া,
-দলগত দ্বন্দ্ব ও মতভেদ
সমস্যাগুলো বাংলাদেশীদের আরো বেশি দুর্বল করে দেবে।
কিন্তু তারপরও সমস্যা উত্তরণে পথ খুজতে হবে। কিছু লোককে বের হতে হবে নিঃস্বার্থভাবে, দলমত নির্বিশেষে, শুধু নিজ জাতির অস্তিত্ব রক্ষার্থে। সংখ্যায় কম হোক, দৃশ্যতঃ দুর্বল হোক, কিন্তু তাদেরকেই কষ্ট স্বীকার করে এগিয়ে যেতে হবে। এক সময় তারাই হয়ত জাতিকে আলোর পথ দেখাবে, ব্যতিক্রম কিছু নিয়ে আসবে জাতির অস্তিত্ব রক্ষার্থে।
কিন্তু সেই লোকগুলো কে হবে ? আমার আপনার মধ্য থেকে হয়ত কেউ.......
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments