মুসলমানরা যদি নিজেরাই নিজেদের পাড়ে কুড়াল মারে, তবে কি বলার আছে ?
খবর ও মন্তব্য......
১.
খবর : ক্রিকেটারদের গান শোনা নিষিদ্ধ করে দিলো হাথুরু !
মন্তব্য : ভাগ্যিস হাথুরু হুজুর না। তাহলে এতদিনে তাকে মৌলবাদী, জঙ্গী ট্যাগ দিয়ে জেলে ভরা হতো।
২.
খবর : আতশবাজি ফুটিয়ে থার্টিফাস্ট উদযাপন ।
মন্তব্য : আহারে, এখন কেউ বলে না- এই টাকাটা বাচিয়ে গরীবদের দেন (যদিও কোরবানীর সময় বলে)।
৩.
খবর : ধানমন্ডির আবাহনী মাঠে শেষ হলো ৫ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠান ।
মন্তব্য : কোরবানীর হাটে মাঠ নষ্ট হয়, উচ্চাঙ্গ সংগীতে মাঠ পবিত্র হয় !
৪.
খবর : এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা
মন্তব্য : সামান্য কয়টা টাকার লোভে আমরণ অনশন করে, কিন্তু পাঠ্যপুস্তকে যখন ধর্মবিদ্বেষ ঢুকায় তখন এরা চুপ করে থাকে, যদিও এই শিক্ষকদেরই আগে প্রতিবাদ করার দরকার ছিলো।
৫.
খবর : “নায়িকা ববিতার মন খারাপ “। “মন খারাপ হচ্ছে চিত্রনায়িকার অধরার” । “বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মন খারাপ”।
মন্তব্য : সাংবাদিক ভাইয়েরা ওদের পেট খারাপের খবরটাও কষ্ট করে দিয়েন।
৬.
খবর : পাঠ্যবইয়ে ‘ও’তে ওড়না পরিবর্তন করে করা হলো ওজন ।
মন্তব্য : ইসলামী দলের আন্দোলনে পাঠ্যবই পরিবর্তন করলে নাস্তিকরা আন্দোলন করে, কিন্তু নাস্তিকদের দাবিতে পাঠ্যবই পরিবর্তন করলে ইসলামী দলগুলো চুপ করে থাকে। এটা কেমন কথা ?
৭.
খবর : আসামে বিতাড়িত হতে ১ কোটি বাংলাভাষী মুসলিম ।
মন্তব্য : ৪৭-এ দেশভাগের সময় আসামের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো বাংলাদেশের (পূর্ব পাকিস্তানের) অন্তর্ভূক্ত হওয়ার কথা ছিলো। সে সময় সিলেটের (আসামের অংশ ছিলো) মুসলমানরা পূর্ব পাকিস্তানে থাকার পক্ষে ভোট দেয়ায়, সিলেট আজ বাংলাদেশের অংশ, কিন্তু আসামের অন্য মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর মুসলমানরা এবং কংগ্রেসের মুসলিম নেতারা ভারতের পক্ষে থাকার পক্ষে ভোট দেয়। আসামের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো যদি ঐ সময় পূর্ব পাকিস্তানে থাকার পক্ষে ভোট দিতো, তবে আজকে আসামের মুসলমানদের এই সমস্যায় পড়তে হতো না। মুসলমানরা যদি নিজেরাই নিজেদের পাড়ে কুড়াল মারে, তবে কি বলার আছে ?
========================================
-----------------------------------------------------------------------
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
No comments