আপনারা বাদরুল স্যারের পক্ষে হাজারজন নিয়ে মানববন্ধন করুন
চাঁপাইনবাবগঞ্জের শ্রদ্ধেয় শিক্ষক `বাদরুল স্যার‘ এর বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে বামপন্থী মহল। তারা কিছুক্ষণ আগে স্যারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এবং গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছে। (http://bit.ly/2ohC4gM)
`নিজ ধর্মে কোনটা আছে, আর কোনটা নেই‘- এমন বক্তব্য দেয়ার অধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ার অধিকার কারো নেই। পাশাপাশি `পহেলা বৈশাখে অনৈসলামিক বিষয় আছে‘, মঞ্জুরী ম্যাগাজিনে বাদরুল স্যার তা দলিল দিয়েই প্রমাণ করেছেন। যারা আজকে বাদরুল স্যারের বিরোধীতা করছে, তারা পারলে দলিল দিয়ে প্রমাণ করুক, বাদরুল স্যার যা বলেছে তা মিথ্যা ? (কি লেখা হয়েছিলো স্কুল ম্যাগাজিনে- http://bit.ly/2p5nNkk)
আমি যতদূর জানি, শ্রদ্ধেয় বাদরুল স্যারের অসংখ্য ছাত্র আছে। অনেক ছাত্র দেশ বিদেশের গুরুত্বপূর্ণ পদেও আসীন। শুধু হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নয়, আমি বলবো সত্য সন্ধানী সকলেই বাদরুল স্যারের ছাত্র। কারণ গুটি কয়েক বাদরুল স্যার এখনও সমাজে আছেন বলেই আমরা সত্য শুনতে পাই। কিন্তু সেই সকল বাদরুল স্যারকে গলাটিপে হত্যা করাই মিথ্যালোকের অধিবাসীদের কাজ। বাদরুল স্যারদের যদি চুপ করিয়ে দেয়া যায় তবে সমাজে সত্য বলার আর লোক থাকবে না। তাই সকল সত্য সন্ধানীদের প্রতি আহবান- আপনারা বাদরুল স্যারের পক্ষে দাড়ান, তার বিরুদ্ধে ১০-১২ জন মানববন্ধন করেছে, আপনারা তার পক্ষে হাজারজন নিয়ে মানববন্ধন করুন। তার পক্ষে ফেসবুকে ঝড় তুলুন। অপরদিকে, যারা বাদরুল স্যারকে ফাঁসাতে চাইছে তাদের চিহ্নিত করুন, একঘরে করুন, ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সামাজিকভাবে তাদের বয়কট করুন।
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)
No comments