বছরের শুরুতেই মঙ্গলের আশায় মঙ্গলশোভাযাত্রা হয়েছে, তবে চিকুনগুনিয়া কেন ?
বছরের শুরুতেই মঙ্গলের আশায় মঙ্গলশোভাযাত্রা হয়েছে। বাঘ-ভল্লুক-পেচা-হাতি-সূর্য
এ বছর মঙ্গলশোভাযাত্রা হয়েছে অন্যবারের তুলনায় আরো অধিক কলেবরে। প্রত্যেক জেলায়, প্রত্যেক ইউনিয়নে, স্কুলে স্কুলে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হয়েছে মঙ্গলশোভাযাত্রা। এ বছর তো বাংলাদেশ মঙ্গলে মঙ্গলে ভরে যাওয়ার কথা।
কিন্তু দু:খের বিষয়-
এ বছরটা যেন বাংলাদেশের জন্য এক কঠিন সময়। বছরের শুরুতেই ছিলো হাওরে বন্যা। বন্যায় ধ্বংস হলো ফসলের মাঠ, নষ্ট হলো মাছ। সেই প্রভাব পড়লো সারা দেশ জুড়ে। গত ৬ মাস তো দেশে বন্যার প্রভাব কমছেই না। পুরো দেশজুড়েই বন্যা লেগে আছে। এ বছর চালের দাম যা হয়েছে, ইতিহাসে চালের এত উচ্চমূল্য আর দেখা যায়নি। সর্বশেষ দেশে যে ভয়ঙ্কর রোগ দেখা যাচ্ছে, সেটা হলো চিকুনগুনিয়া। হাড়ে-হাড়ে গিটে গিটে ব্যাথা। ডাক্তার বলছে ভয়ের কিছু নাই, সরকার বলছে আতঙ্কিত হবার কিছু নাই। কিন্তু আমি বিদেশী অনেক রিপোর্ট খুজেঁ পেলাম চিকুনগুনিয়া ৬০ বছরের অধিক বয়সীদের জন্য প্রাণঘাতী এবং যে কোন বয়সীদের জন্য স্থায়ী প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। এ রোগ এমন এক রোগ যা সুস্থ মানুষকে আধা পঙ্গু বানিয়ে দেয়। সোজা ভাষায় বলতে- এ বছর এমন সব দুর্যোগ বা রোগ দেখা দিচ্ছে, যার ভূক্তভোগী হচ্ছে পুরো দেশের জনগন,যা এর আগে কখন দেখা যায়নি।
কি রাগ হচ্ছে ?
বিচার দেবেন ??
কার কাছে বিচার দেবেন ???
বাংলাদেশে এখন বিচারের দেবী থেমিস,
তার কাছে বিচার দেন, দেখি কাজ হয় কি না………
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/
No comments