Header Ads

ad728
  • Breaking News

    “পূজা হবে ঘরে, ঈদ হবে দূরে”... এই ভিশন বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসকদের মিটিং


    “পূজা হবে ঘরে, ঈদ হবে দূরে”... এই ভিশন বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক জেলা প্রশাসকদের মিটিং। এই মিটিং এ কিছু সিদ্ধান্ত হয়-
    ১) সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানী করতে হবে। এর বাইরে করা যাবে না।
    ২) ঈদের ১০-১৫ দিন আগে প্রত্যেক বাড়িতে স্লিপ পৌছে দেয়া হবে, ঐ বাড়ির মানুষের কোরবানী কখন, কোন স্থানে করতে হবে।
    ৩) ১৮ বছরের নিচে মাদ্রাসা ছাত্ররা যাতে পশু কোরবানী করতে না পারে সেদিকে খেয়াল রাখা।
    ৪) চামড়া সংগ্রহকারীদের নাম নির্দিষ্ট করা, এবং বাইরে যাতে কেউ চামড়া না নিতে পারে সেদিকে খেয়াল রাখা।
    (কর্মপরিকল্পনা পড়তে- http://bit.ly/2v7c8mS,http://bit.ly/2sLnWKC)

    ভারতে গরু কোরবানি নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশে ডাইরেক্ট নিষিদ্ধ না করতে পারলেও নিয়ম-শৃঙ্খলা দিয়ে তা সীমাবদ্ধ করা হচ্ছে। আমার মনে হয়, বাংলাদেশকে পূর্ববঙ্গ অঙ্গরাজ্য আর প্রধানমন্ত্রী পদকে মূখ্যমন্ত্রী বানিয়ে দিলেই ল্যাটা চুকে চায়।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728