পহেলা বৈশাখ নিয়ে ফেসবুকে একজনের পন্ডিতি ভাব
মানুষ এত সিলি বুদ্ধি দিয়ে ফেসবুকিং করে কিভাবে ?
ফেসবুকিং করুক সমস্যা নাই, কিন্তু পন্ডিতি পন্ডিতি ভাব ধরে কেনরে বাবা ?
আবার সেখানে হোমরা চোমরা লাইকও মারে দেখছি !
আবার সেখানে হোমরা চোমরা লাইকও মারে দেখছি !
দেখুন গাধাটা কি বলছে- আরবে বলে আশুরা বা মুহররম মাসের প্র্রথম দিনকে নববর্ষ হিসেবে উদযাপন করা হয়।”
আরে বেকুব আশুরা শব্দ এসেছে আরবী আশার থেকে, যার অর্থ ১০। আরবী মুহররম মাসের ১০ম তারিখকে আশুরা বলা হয়, ঐ দিন নববর্ষ নয়। ১ম দিন আর ১০ম দিন তো এক নয়। আর ইসলাম ধর্মে বছরের প্রথম দিন বা নওরোজ পালনের কোন প্রথা নাই।
আমি যতদূর জানি, মুসলমানরা আরব বা অন্য কোন দেশেকে ফলো করে না, সেটা তাদের জন্য রেফারেন্সও নয়। তাদের জন্য রেফারেন্স শুধু তাদের ধর্মগ্রন্থ কোরআন ও হাদীস। আরবের অনেক বাদশাহ মদ খায়, তাই বলে মুসলমানদের জন্য মদ বৈধ হয়ে যায় না।
তাই কোন কিছু লেখার আগে নূন্যতম জ্ঞান রাখা উচিত, বেকুবের মত স্ট্যাটাস দিয়ে গালি না খাওয়াই ভালো।
No comments