Header Ads

ad728
  • Breaking News

    আজকের পহেলা বৈশাখ এবং চেতনাধারীদের গোমর ফাঁস

    পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেতে হলে নারীদের সাথে করে সেফটিপিন নিতে হতে হবে কেন ?
    আ্ত্মরক্ষার্থে মার্শাল আর্ট ট্রেনিং নিতে হবে কেন ?
    তারমানে কি যে সব চেতনাধারী পহেলা বৈশাখকে হাজার বছরের বাঙালী ঐতিহ্য বলে সারাদিন প্রচার করে, তারা নারী জাতি পেলেই খাবলে ধরে ??
    আজ থেকে ২৬ বছর আগে (১৯৯০ সালে) মাকসুদ গান গেয়েছে, “মেলায় যায়রে, মেলায় যায়রে, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেটে যায়, ঐ বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহায় নাই”।
    তারমানে যে সকল মহান পুরুষ, বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক বলে নিজেদের প্রচার করে, এরা পহেলা বৈশাখে যায়-ই ললনাদের দলিত মলিত করতে, এটা ইউনিভার্সাল ট্রুথ !
    বাঙালীর হাজার বছরের চেতনাধারীদের গোমর এখানেই ফাঁস।
    তাই বলছিলাম-
    আমারা কি এমন চেতনাধারী চেয়েছিলাম ? যারা ভীড়ের মধ্যেই চেতনার বিকাশ ঘটাবে ?

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728