পর্নোগ্রাফি বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
পর্নোগ্রাফী ব্যান করা হলে হিন্দু দেশ আর মুসলিম দেশের পার্থক্য বোঝা যায়। কিছুদিন আগে ভারত সরকার যখন পর্নোগ্রাফী বন্ধ করলো, তখন ফেসবুকে ভারতীয় জনগণ তীব্র প্রতিবাদ শুরু হলো। সবাই বললো- “পানু ছাড়া বাচঁবো না, আমাদের পানু অধিকার ফিরিয়ে দাও”। বাধ্য হয়ে ভারত সরকার পর্নোগ্রাফী থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো। আর বাংলাদেশে ঠিক উল্টো। সরকার পর্নোগ্রাফী ব্যান করার কথা বলতেই জনগণের শুভেচ্ছা পেতে থাকলো, পোস্টে লাইকে ঝড় বয়ে গেলো। সবাই বললো- “সরকার মহোদয় দ্রুত সিদ্ধান্ত কার্যকর করুন, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।” এখানেই বোঝা যায়, ধর্ম পর্নো আসক্তিতে কতটুকু পার্থক্য গড়ে দেয়।
এবার নয়ন চ্যাটার্জির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে পর্নোগ্রাফী নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ। #Thanks_BD_Govt_for_ban_pornography
No comments