ফিঙ্গারপ্রিন্ট এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা
অ্যাপলের আইফোন আনলক করতে ফিঙ্গারপ্রিন্ট লাগে। এডওয়ার্ড স্নোডেন তথ্য ফাঁস করে জানায়, অ্যাপল এই ফিঙ্গারপ্রিন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও এফবিআইকে সরবরাহ করে। (http://nationalreport.net/apple-iphone-5s-fingerprint-data…/)
অ্যাপল যদি এনএসএ কিংবা এফবিআইকে আঙ্গুলের ছাপ সরবরাহ করতে পারে, তবে গ্রামীন ফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, রবি কেন পারবে না ? কিছুদিন পর দেখা যাবে, পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট বিশ্বজুড়ে ঘুড়ে বেড়াচ্ছে। এই তে কিছুদিন আগে ফিলিপাইনে ৭ কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট চুরি হয়ে গেলো। (jpnews24.com/ফিলিপাইনে-৭-কোটি-আঙ্গুলে/)
ধরলাম মোবাইল কোম্পানিগুলো সিকিউরিটি নষ্ট করলে ৩০০ কোটি টাকা জমিমানা গুনতে হবে। কিন্তু ইউরোপ-আমেরিকা কিংবা ভারতে কোন বোমা হামলা হলে যখন উড়ো খবরে বলা হবে- বাংলাদেশের অমুক নাগরিকের হাতের ছাপ পাওয়া গেছে ? তখন সেই অপপ্রচারের মূল্য কি ৩০০ কোটি টাকা দিয়ে ঢাকা যাবে ?
এতদিন বলা হতো বাংলাদেশের বেডরুমও নাকি জনগণের নিরাপত্তা নাই। কিন্তু এই ডিজিটাল যুগে সবকিছুই ডিজিটাল। ফিঙ্গারপ্রিন্ট বিদেশী কোম্পানিকে দিলে সারা বিশ্বের কোথাও জনগণের নিরাপত্তা থাকবে না। তখনকার পরিস্থিতি সামাল দেওয়া হবে কিভাবে? চিন্তা করেছেন কি ??
No comments