মঙ্গলশোভাযাত্রা মানেই চারুকলার গাঁজাখোরদের টাকা কামানোর ধান্ধা
মঙ্গলশোভাযাত্রা বলে একটা ক্রেজ তুলে দিয়ে বিরাট ব্যবসা ফেদে বসেছে তারা। একটা মুখোশ নিয়ে শোভাযাত্রায় হাঁটতে চাইলে খরচ করতে হচ্ছে ১৫শ’ থেকে ২০ হাজার টাকা। তাছাড়া ছোট আকারের মুখোশ রয়েছে যেগুলোর দাম ৬শ’ থেকে ৮ হাজার টাকার মধ্যে। এছাড়া পাখির দাম ৮০০ টাকা, সরার ৬০০ টাকা, ছবির দাম ২০০০ টাকা থেকে ১০০০০ টাকা। আর বড় আইটেমগুলোর মোটা দাম তো রয়েছেই।
অর্থাৎ কথিত শোভাযাত্রার নাম দিয়ে বিরাট টাকা বিনাট্যাক্সে হাতিয়ে নিচ্ছে চারুকলার গাঁজাখোর গোষ্ঠী, মেটাচ্ছে সারা বছরের মদ-গাঁজার খরচ। আমার মনে হয় বিনাশুল্কের এ ইনকামের দিকে ছাত্রলীগের নজর দেওয়া উচিত। তাদের ভাগ না দিয়ে চারুকলাওয়ালারা এত বড় ইনকাম করে কোন সাহসে ?
No comments