Header Ads

ad728
  • Breaking News

    ফের বুড়িগঙ্গার তীরের মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য নৌমন্ত্রী শাহাজাহান খানের


    আজকে ঢাকা প্রেসক্লাবে এক কনফারেন্সে সে বলে-“যারা নদী দখল করে তারা এ কালের রাজাকার। সমস্যা হচ্ছে নদী দখলের জন্য মসজিদ তৈরী করা হয়। এদের কিছু বলা যায় না । কারণ প্রতিক্রিয়ায় হেফাজতের হুজুর কিছু বলে বসবেন। দেশের নদীগুলোর দু’পার দখল করে ৪০টি মসজিদ তৈরী করা হয়েছে। বুড়িগঙ্গা দখল করে সেখানে মসজিদ তৈরী করা হয়েছে। আমি নামাজ পড়ি। আমি মুসলমান। আমি আলেম সমাজের কাছে প্রশ্ন রাখি দখল করা জায়গায় নামাজ পড়া কি সোয়াবের কাজ ?” (সূত্র: http://goo.gl/GP2o8Y,http://goo.gl/eTUqPS)
    উল্লেখ্য, আজ থেকে প্রায় ৭ মাস আগে ঢাকার বুড়িগঙ্গার তীরে ২২টি মসজিদ অবৈধ বলে দাবি করে তা ভেঙ্গে ফেলার উদ্যোগ নেওয়া হয়। সে সময় অনেকগুলো সরেজমিন রিপোর্টে বের হয়ে আসে,
    ১) যে মসজিদগুলোকে সরকার ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে তা মোটেও অবৈধ নয়, বরং বৈধ। অধিকাংশের অবস্থান নদী তীর থেকে অনেক ভেতরে।
    ২) অধিকাংশ মসজিদ ৪-৫ তলা, এসি, টাইলস করা। মসজিদগুলো প্রায় ৪০-৭০ বছর পুরাতন। মসজিদগুলো মোটেও নদী তীরে নির্মিত হয়নি, বরং নদী ভেঙ্গে মসজিদের কাছে এসে পড়েছে।
    ৩) মসজিদগুলো এতদিন সরকারী উদ্যোগেই পরিচালিত হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে মসজিদ ভাঙ্গার উদ্যোগ সত্যিই বিষ্ময়কর।
    ৪) সরেজমিনে দেখা যায়, মসজিদ নয়, বরং সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্যোগে হাজার হাজার অবৈধ স্থাপনা নদী দখল করে নির্মিত হয়েছে। কিন্তু সেগুলোকে কিছু না বলে শুধু মসজিদের দিকে টার্গেট করা হয়েছে।
    বুড়িগঙ্গার তীরে মসজিদ ভাঙ্গার উদ্যোগ নিয়ে সে সময় বেশ কিছু রিপোর্ট ছিলো। আমার মনে হয় নৌ মন্ত্রনালয়ের সে ষড়যন্ত্র রূখে দেওয়ার জন্য নিচের লেখাগুলো ছড়িয়ে দেওয়া দরকার।
    ১) বুড়িগঙ্গার তীরে ২২টি মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে সরকার
    লিঙ্ক- http://goo.gl/kZ12qG
    ২) বুড়িগঙ্গা তীরের মসজিদ সরানোর সিদ্ধান্তে মুসল্লিদের ক্ষোভ
    লিঙ্ক- http://goo.gl/Dn0NHC
    ৩) অবৈধ মার্কেট নয় বৈধ মসজিদের দিতে হাত বাড়িয়েছে নৌ মন্ত্রনালয়
    লিঙ্ক- http://goo.gl/dduL8b
    ৪) সরকার অনুমোদিত অবৈধ স্থাপনা না সরিয়ে নিরপরাধ মসজিদের দিতে হাত বাড়িয়েছে নৌ মন্ত্রনালয়।
    লিঙ্ক- http://goo.gl/H0WB4d
    ৫) ৭০ বছরের পুরাতন তারা মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে প্রশাসন !!
    লিঙ্ক- http://goo.gl/Jh9Oy7
    ৬) বুড়িগঙ্গার তীরে ‘মান্দাইল জামে মসজিদ’ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রনালয়।
    লিঙ্ক- http://goo.gl/MCaXus
    ৭) বুড়িগঙ্গার তীরে ৪১ বছর পুরাতন শ্যাম বাজার জামে মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রনালয়।
    লিঙ্ক- http://goo.gl/FbMBbt
    ৮) হাতিরঝিল প্রকল্পের জন্য দুটো মসজিদ ও একটি মাদ্রাসা ভাঙ্গা হলেও ‘গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির’ নামক অবৈধ ইসকনি মন্দিরটি ভাঙ্গা হয়নি
    লিঙ্ক- http://goo.gl/R6FgA6
    বুড়িগঙ্গার তীরে মসজিদ নিয়ে শাহজাখান খানের এ বিকৃত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728