Header Ads

ad728
  • Breaking News

    ‘পহেলা বৈশাখ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বৈধ না অবৈধ’

    ‘পহেলা বৈশাখ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বৈধ না অবৈধ’- এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। এ ব্যাপারে আমার মুসলিম বন্ধু ফেরদৌস করিম একটি ডকুমেন্টারি লেখা লিখেছেন, ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন........

    গত কয়েকদিন আগে ওলামা লীগের পক্ষ থেকে বলা হয়েছে-
    “পহেলা বৈশাখ হারাম এবং অনৈসলামিক। এটা মুসলমানদের জন্য পালন করা জায়েজ নাই। পহেলা বৈশাখ উপলক্ষে ভাতা বাদ দিয়ে ইসলামী দিবসগুলোতে ভাতা দেওয়া উচিত” (http://goo.gl/AQxRix)
    ওলামা লীগের এ বক্তব্যের পর থেকে নাস্তিক ও আওয়ামী বাম ও হিন্দু ঘরোনার পক্ষ থেকে এর তীব্র বিরোধীতা শুরু হয়েছে এবং আজ বিকালে টিএসসিতে তারা ওলামা লীগের বিরুদ্ধে সমাবেশেরও ডাক দিয়েছে। (https://goo.gl/bxHCqp)
    এ সমাবেশের পোস্টারে তারা ওলামা লীগকে ‘দুর্বৃত্ত’ বলে দাবি করা হয়েছে। অথচ ওলামা লীগ কোন সহিংস কথা উচ্চারণ করেনি যে তাকে দুর্বৃত্ত বলে সম্বোধন করতে হবে, বরং তারা কুরআন ও হাদীস অনুসারে সঠিক ইসলামটাই প্রকাশ করেছে। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেমন তার মত প্রকাশের অধিকার আছে, ঠিক তেমনি মুসলমান দেশে তা জনগণকে জানিয়ে দেওয়ার অধিকার আছে। কিন্তু সে কারণে তাদেরকে দুর্বৃত্ত বলার অধিকার কারো নেই।
    এটা প্রকাশ্য- ওলামা লীগ কুরআন-হাদীসের কথা বলেছে। এখন কেউ যদি ওলামা লীগের ঐ বক্তব্যের বিরোধীতা করে সেটা ওলামা লীগের বিরোধীতা হয় না, বরং কুরআন হাদীসেরই বিরোধীতা হয়। এবং কুরআন হাদীসের বিরোধী করলে কেউ মুসলমান থাকতে পারে না, কাফির হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না, কাউকে সাপোর্টও করি না। কিন্তু কেউ যদি ইসলামের কথা বলে তার তার ইসলামী কথাকে অবশ্যই সাপোর্ট করি। কারণ হাদীস শরীফে বলা হয়েছে- একজন হাবশী কৃতদাস ও যদি হক্ব কথা বলে তা মানতে হবে।
    এটা অনস্বীকার্য মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যেমন ইসলাম ছিলো, ঠিক তেমনি বঙ্গবন্ধুও নিজেও ইসলামী ভাবাপন্ন ছিলেন। কিন্তু বর্তমানে কিছু লোক আছে, যারা আওয়ামীলীগের মধ্যে ইসলামের নামগন্ধ মিটিয়ে দিতে চায় এবং আওয়ামীলীগেকে পরিপূর্ণ নাস্তিক হিসেবে প্রচার করতে চায়। বর্তমানে আওয়ামী বাম ঘরোনা ও হিন্দু ঘরোনার পক্ষ থেকে ওলামা লীগের বিরোধীতা সেটাই প্রকাশ করে।
    ওলামা লীগ যদি পহেলা বৈশাখের ভাতার বিরুদ্ধে বলে, তবে সেটা ঠিকই বলেছে। কারণ আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা ছিলো - “ক্ষমতায় গেলে তারা কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না”। পহেলা বৈশাখের ভাতার বিরুদ্ধতা করে আওয়ামীলীগের অঙ্গসংগঠন হিসেবে ওলামা লীগ আওয়ামীলীগকে ভুল ধরিয়ে মাত্র, এটা অবশ্যই তাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে,. যাকে কখনই আওয়ামী লীগের বিরোধীতা বলা যায় না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728