Header Ads

ad728
  • Breaking News

    “বাংলাদেশে সমকামী মানানসই নয়”---স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ

    বাংলাদেশে দুই সমকামী মরায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জনকেরী, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ তামাম পশ্চিমাগোষ্ঠী নিন্দা জানাইছে।(http://goo.gl/FEhTFt)
    আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখের উপর বলে দিছে-
    “সমকামিতা আমাদের সমাজের সঙ্গে মানানসই না”। (http://goo.gl/Kl0JQP)
    আসাদুজ্জামান খান কামাল এ কাজটা শতভাগ ঠিক করছে এবং এরজন্য অবশ্যই সে ধন্যবাদ পাওয়ার যোগ্য।
    আমি বুঝি না, প্রতিদিন সারা বিশ্বে মার্কিনীরা হাজার হাজার মানুষ মারে। ইরাক, আফগানিস্তান, সিরিয়াতে প্রতিদিন অসংখ্য মুসলমানকে হত্যা করে মার্কিনীরা, কিন্তু বাংলাদেশে দু’একটা সমকামী-নাস্তিক টাইপের টোকাই মরলে তাদের মানবতাবাদ কেন উথলে উঠে ? শুরু হয়ে যায় নিন্দা-নাকগলানি।
    এইতো কিছুদিন যাবত বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে আমেরিকানদের প্রচুর নীতিবাক্য শোনা যাচ্ছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০৫-২০১৫ পর্যন্ত শুধু মাত্র বন্দুকের গুলিতে নিহত হয়েছে ৩০১৭৯৭ জন। দৈনিক হিসেবে এর পরিমাণ ৮২ জন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে আত্মহত্যা করছে ১ লক্ষ লোক, দৈনিক আত্মহত্যার পরিমাণ প্রায় ২৭৪ জন।দেশটিতে প্রতি ঘণ্টায় ধর্ষিত হয় ৩৩ জন নারী। (https://goo.gl/i1oMrZhttp://goo.gl/YiJdml,http://goo.gl/gclysu)
    আমার মনে হয়- বাংলাদেশে আইনশৃঙ্খলা নিয়ে চিন্তা করার বহু মানুষ আছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে ধান্দাবাজ আমেরিকার চিন্তা না করলেও চলবে, সে নিজের পচা চর্কায় তেল দিক।
    বাংলাদেশের জনগণের মনে রাখতে হবে, আমেরিকানদের ভালো চিন্তাটাও বাংলাদেশের জন্য ভালো নয়। কারণ আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728