সমকামী তনয়ের জানাজা
গতকালকে যে দুজন সমকামী আন্দোলন কর্মী নিহত হয়েছেন, তার মধ্যে একজনের নাম মাহবুব রাব্বি তনয়। আজকে জাতীয় নাট্যশালার সামনে মাহবুব রাব্বি তনয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নিচের ছবিতে দেখতে পাচ্ছেন সমকামী পত্রিকা রুপবানে ফটোশুটে মাহবুব রাব্বি তনয়ের কিছু ছবি।
আজকে জাতীয় ন্যাট্যশালার সামনে নিহত তনয়ের লাশ সামনে রেখে নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, “৪৪ বছর আগে পাকিস্থানীরা যেভাবে পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবিদের হত্যা করেছিল সেই একই ভাবে একের পর এসব হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে।” (http://goo.gl/JR6Pny)
মন্তব্য : আমরা কি তনয়ের মত বুদ্ধিজীবি চেয়েছিলাম ?
No comments