Header Ads

ad728
  • Breaking News

    বুড়িগঙ্গার তীরে ২২টি মসজিদ ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে সরকার

    বাংলাদেশের নৌ মন্ত্রী শাহজাহান খান এক বক্তব্যে বলেছেন, ‘রাজধানীর চারপাশের নদীর তীরে অবস্থিত মসজিদ, মন্দির, শ্মশানসহ অবৈধ ৩০টি ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হবে।
    কিন্তু অবাক করার মত বিষয় ৩০টি স্থাপনার মধ্যে কোন মন্দির নেই, ২২টি মসজিদ (১টি ইতিমধ্যে ভাঙ্গা শেষ), তিনটি মাদ্রাসা-এতিমখানা, দুটি খানকা, তিনটি স্কুল রয়েছে। তবে হিন্দুদের স্থাপনা বলতে একটিমাত্র স্নানঘাট (গোসল করার স্থান) রয়েছে। এগুলো হলো:

    ১. বায়তুল আমান জামে মসজিদ। বেড়িবাঁধের ভেতর নদীর দিকে একতলা বিল্ডিংয়ের মসজিদটিতে একটি সেমিপাকা টিনশেড ছাড়াও সেমিপাকা বাথরুম রয়েছে।
    ২. বাদামতলীর নবাববাড়ী ঘাটে রয়েছে চারতলা বায়তুল সালাম জামে মসজিদ।
    ৩. শ্যামবাজারে নদীর মধ্যে গড়ে উঠেছে ৩ তলা শ্যামবাজার জামে মসজিদ।
    ৪. সূত্রাপুরে নদীর তীরে গড়ে উঠেছে দোতলা ভবনের মসজিদে নূর মোহাম্মাদীয়া।
    ৫.কেরাণীগঞ্জে তিনতলা পাকা বিল্ডিংয়ের জিনজিরা ফেরিঘাট জামে মসজিদ
    ৬. কেরাণীগঞ্জের খোলামোড়া লঞ্চঘাটে একতলা খোলামোড়া ঘাট জামে মসজিদ
    ৭.কেরাণীগঞ্জের ফয়েজনগর শাহী জামে মসজিদ
    ৮. কেরাণীগঞ্জের মান্ডাইল জামে মসজিদ
    ৯. কেরাণীগঞ্জের জিনজিরার টিকাজোর জামে মসজিদ
    ১০. লালবাগের মুসলিমবাদ টাওয়ার জামে মসজিদ
    ১১.লালবাগের রসুলবাগে বাইতুর রহমান জামে মসজিদ
    ১২.লালবাগ কয়লাঘাটের তারা মসজিদ
    ১৩. লালবাগ কামরাঙ্গীরচর সরকার বাড়ীর আল-আকসা জামে মসজিদ
    ১৪.হাজারীবাগের খাজা বাবা ফরিদপুরী জামে মসজিদ
    ১৫.হাজারীবাগের চরকামরাঙ্গীর জান্নাতুল মাওয়া জামে মসজিদ
    ১৬.কামরাঙ্গীরচরের পাকাপুল আশ্রাফাবাদের বাইতুর নুর জামে মসজিদ
    ১৭.বাইতুল হোসনা জামে সমজিদ
    ১৮. দারুসসালামের গাবতলী বালুঘাট জামে মসজিদ
    ১৯.উত্তরা পশ্চিম পাড়া আব্দুল্লাহপুরের বায়তুন নূর জামে মসজিদ.
    ২০.বাকল্যান্ড বাঁধ রোডে সদর ঘাটে রয়েছে বায়তুন নাজাত জামে মসজিদ
    ২১.সূত্রাপুরে বুড়িগঙ্গার তীরে আরও রয়েছে উল্টিনগঞ্জ জামে মসজিদ।
    ২২.কেরাণীগঞ্জের জিনজিরায় টিনের ছাপড়া দেওয়া আপানগর ডকঘাট মসজিদ। যদিও গত ১২ আগস্ট মসজিদটি উচ্ছেদ করা হয়েছে।

    তিনটি মাদ্রাসা ও এতিমখানা হলো:
    ১. কামরাঙ্গীরচরের নিজামবাগের জামিয়া তালাবিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসা
    ২. কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ মাদ্রাসা পাড়ার নূর এতিমখানা
    ৩.সদরঘাট ছিন্নমূল এতিমখানা।

    তিনটি স্কুল হলো:
    ১.দক্ষিণ কেরাণীগঞ্জের চরমিরেরবাগ প্রাথমিক বিদ্যালয়
    ২.লালবাগের চররঘুনাথপুরে রয়েছে জিনজিরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
    ৩.হাজারীবাগের আর এন রোডে লালবাগ স্কুল এ্যান্ড কলেজ।

    দুটি খানকা:
    ১.হাজারীবাগ ইসলামবাগের চন্দ্রপাড়া খানকা
    ২. হাজারীবাগের এন ডি রোডের আ. রহিম চিশতী দরবার

    হিন্দুদের একটি মাত্র স্নানঘাট:
    ১. বিনাস্মৃতি স্নান ঘাট।

    আসলে বাংলাদেশে হিন্দুদের কোন বিষয়ে হাত দেওয়ার সাহস পায় না সরকার, তবে সুযোগ পেলেই মুসলমানদেরটা গুড়িয়ে দেয়। যেমন: বাংলাদেশের হিন্দু আইন অনুযায়ী পিতা-মাতার সম্পত্তিতে পুত্র সন্তানের উপস্থিতিতে কন্যাসন্তানের বিন্দুমাত্র অধিকার নেই। এ বিষয়ে আইনের পরিবর্তন চাইলেও গোড়া হিন্দু আন্দোলন শুরু করলে আইনটি পরিবর্তন করার সাহস পায়নি সরকার। অপরদিকে নারী-পুরুষের সম্পত্তিতে ভাগ নিয়ে মুসলিম আইনটি কিন্তু ঠিকই পরিবর্তন করে ফেলেছে সরকার, সেখানে তাদের কোন সমস্যা হয়নি।

    এখানেও তাই দেখা গেলো, বাংলাদেশের নৌ-মন্ত্রী মন্দিরের নাম দিয়ে মসজিদ-মাদ্রাসা ভাঙ্গছেন, কারণ মন্দিরে হাত দেওয়ার সাহস তো তার নেই।

    প্রয়োজনীয় সূত্র:
    ১) http://bangla.thereport24.com/article/122630/index.html
    ২) www.uttorbongonews.com/নদীর-তীরে-অবস্থিত-মসজিদ-ম/
    ৩) http://www.askbd.org/Bulletin_Dec_09/mot_ovimot.php

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728