Header Ads

ad728
  • Breaking News

    সেলিম ওসমানের বিরোধীতাকারীরা কি তার পরিচয় জানে ?

    আজকে যারা নারায়নগঞ্জে এক হিন্দু শিক্ষকের পক্ষ অবলম্বন করতে গিয়ে সেলিম ওসমানের বিরুদ্ধে বলছে, সেলিম ওসমানকে গালাগালি করছে, তাদের অবশ্যই সেলিম ওসমানের পরিচয় সম্পর্কে ধারণা লাভ করা উচিত ছিলো। সেলিম ওসমান আর যাই হোক ঐ নিন্দুকদের মত মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায় না। সেলিম ওসমানের যে পরিচয়গুলো সবার জানা দরকার- ১) সেলিম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী, বাবা একেএম শামছুজ্জোহা এবং মা নাগিনা জোহাও তিন জনই ছিলেন ভাষা সৈনিক। সেলিম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী এ কারণে ১৮ মাস জেলও খেটেছেন। ২) সেলিম ওসমানের বাবা একেএম শাছুজ্জোহা ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বেতারে সর্বপ্রথম ভাষণ দেন এবং প্রথম হাইকোর্টে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। শামছুজ্জোহা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ বিজয় লাভের পর ধানমন্ডিতে অবরুদ্ধ বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে গিয়ে গুলিবিদ্ধ হন। স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রাখায় তাকে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়। ৩) সেলিম ওসমানের মামা সৈয়দ মুনসুর হাবিবুল্লা তেভাগা কৃষক আন্দোলনের নেতা ৪) সেলিম ওসমানের বড় ভাই নাসিম ওসমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৫) সেলিম ওসমান নিজেও একজন মুক্তিযোদ্ধা । বলাবাহুল্য আজকে যারা নামের সাথে ৭১ নাম ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায়, তারা অধিকাংশই ৭১ এ মুক্তিযুদ্ধ করেনি, অথবা সে সময় ভারতে পালিয়ে গিয়েছিলো অথবা বাংলাদেশে থাকলেও পাক বাহিনীর কথা মেনে সরকারি চাকুরী অব্যাহত রেখেছিলো। কিন্তু যারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধ করেছিলো, তাদেরকে আজ নাস্তিক্যবাদী মিডিয়া পাত্তাই দিতে চায় না, শুধুমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে। আজকে যদি সেলিম ওসমান বামপন্থী হতো তবে দেখতেন না্স্তিক্যবাদী মিডিয়া তাকে কিভাবে মাথায় নিয়ে ঘুরতো। সত্যিই বলতে সেলিম ওসমানের যে ব্যাকগ্রাউন্ড আছে, তাতে তিনি অবশ্যই সিনিয়র হিসেবে একজন অপরাধী শিক্ষককে কানেধরে উঠবস করার যোগ্যতা রাখেন। একই সাথে যারা আজকে দুইপয়সার লোক হয়ে সেলিম ওসমানকে গালাগালি করছে, বিকৃত ছবি রচনা করছে, তাদের দৃষ্টিতেই তারা কিন্তু একজন মুক্তিযোদ্ধার অপমান করছে, মু্ক্তিযুদ্ধের অপমান করছে। তাই কোন কাজ করলে বুঝেশুনেই করা উচিত। আমার ফেসবুক পেইজ - https://www.facebook.com/realnoyon2 বি : দ্র: এই পেইজ ছাড়া আমার আর কোন পেইজ/আইডি/গ্রুপ নেই

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728