নাস্তিকতা এবং বিজ্ঞানের দৌড়
নাস্তিকরা সবকিছু ‘বিজ্ঞান’ দিয়ে ব্যাখ্যা করার কথা বলে। খুব ভালো কথা। কিন্তু বিজ্ঞানের দৌড় আসলে কতটুকু ?
সম্প্রতি ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে আরও এক ট্রিলিয়ন (এক হাজার কোটি) প্রজাতির প্রাণী রয়েছে যার কথা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত জানেনা। অর্থাৎ ৯৯ দশমিক ৯৯ শতাংশ এখনো বিজ্ঞানীদের অজানা। এই গবেষণা যদি সত্যি হয় তাহলে মোট প্রাণী প্রজাতির মাত্র ০.১ শতাংশ বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে।
(http://goo.gl/3ayVg4)
(http://goo.gl/3ayVg4)
অর্থাৎ বিজ্ঞানীদের ভাষায় বিজ্ঞানের পদচারণা খুবই সামান্য। অধিকাংশ সৃষ্টির কাছে এখনও পৌছাতেই পারেনি তারা। যেই বিজ্ঞান এখনও ৯৯.৯৯% সৃষ্টির কাছেই পৌছাতে পারেনি, সেই বিজ্ঞান সকল সৃষ্টির স্রষ্টাকে বুঝবে কিভাবে ?
No comments